ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বান্দরবানে আসন্ন দুর্গা পূজা উপলক্ষ্যে অনুদানের চেক বিতরণ করলেন পার্বত্য মন্ত্রী
  • মিঠুন দাশ, বান্দরবান
  • ২০২২-০৯-২৭ ০৮:০৭:৫৬
বান্দরবানে জেলা পরিষদের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে । মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে পার্বত্যমন্ত্রীর বাসভবনে বান্দরবান জেলার প্রতিটি পুজা মণ্ডপের জন্য ৫ লাখ ৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এদিকে একই সাথে বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার মোট ৩১ টি পুজা মণ্ডপে প্রায় ৫০ মেট্রিকটন চাউল বরাদ্ধ দেওয়া হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চেক বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং । চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর, সার্ব্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি উজ্জ্বল কান্তি দাশ, শারদীয় দূর্গা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কান্তি দাশসহ বিভিন্ন মন্দিরের প্রতিনিধিরা। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে প্রত্যেক ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান জাঁকজমক ভাবে পালন করতে পারছে। তিনি আরো বলেন, ধর্ম যার যার উৎসব আমাদের সবার । জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণ্যা জননেত্রী শেখ হাসিনা প্রত্যেক ধর্মের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে যা আগামীতেও অব্যাহত থাকবে । অনুষ্ঠান শেষে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিরা প্রধান অতিথি পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর হাত থেকে স্ব-স্ব পুজা মণ্ডপের চেক গ্রহণ করেন। এবার বান্দরবান জেলা সহ মোট ৭ টি উপজেলায় ৩১টি পুজা মণ্ডপে শারদীয় দূর্গা পুজা অনুষ্ঠিত হবে। গত দুই বছর পর এবার বান্দরবান রাজার মাঠে বিশাল আয়োজনে সর্ববৃহৎ পূজা মণ্ডেপের আয়োজন করা হয়েছে।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী