ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
হানিমুনে এসে স্বামীকে পিটিয়ে উধাও নববধূঃপ্রেমিকসহ গ্রেফতার
  • এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু, পটুয়াখালী
  • ২০২২-০৯-২৭ ০২:৫৯:৫৯
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়াতে এসে প্রেমিকের নেতৃত্বে স্বামীকে মারধর করে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়া নববধূকে প্রেমিকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ সেপ্টেম্বর) ঘটনার ৭ দিনের মাথায় তাদেরকে গ্রেপ্তার করে তালতলী থানা পুলিশ। মামলা ও থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) স্ত্রীকে নিয়ে হানিমুনে যান মনিরুল ইসলাম (৩৫)। রাত ১১টার দিকে স্ত্রী নুরে জান্নাত লুলি প্রেমিক ছাত্রলীগ নেতা নোমান ও লোকজন নিয়ে স্বামী মনিরুল ইসলামকে বেধড়ক মারধর করেন।এরপর বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের মৌপাড়া এলাকার আলাল হাওলাদারের ছেলে প্রেমিক নোমানের (২৪) সঙ্গে পালিয়ে যান। সোমবার (২৬ সেপ্টেম্বর) তালতলীর নিশানবাড়িয়া ইউনিয়নের আগাপাড়া গ্রামে নোমানের ভগ্নিপতি হাসান প্যাদার বাড়িতে আত্মগোপনে থাকাবস্থায় তাদের গ্রেপ্তার করে তালতলি থানা পুলিশ।এর আগে ১৬ সেপ্টেম্বর গ্রেপ্তারকৃত বরগুনা সদর উপজেলার ৮নং ওয়ার্ডের হেউলিবুনিয়া গ্রামের হারুন অর রশিদের মেয়ে নুরে জান্নাত লুলির সঙ্গে বরগুনা সদর উপজেলার প্রবাসী মনিরের পারিবারিক ভাবে বিয়ে হয়। মনিরুল বরগুনা জেলার আনোয়ার হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন সিঙ্গাপুর ছিলেন। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে স্বামীকে মারধর করে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়া নববধূকে প্রেমিকসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মহিপুর থানায় মনিরুল বাদী হয়ে মামলা দায়ের করেন।রাতেই তাদের মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মহিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃহাফিজুর রহমান জানান,আসামীদের তালতলী থানা পুলিশ গ্রেফতার করে আমাদের কাছে হস্তান্তর করেছে।মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ