ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দুইজন
  • শাহাদাত হোসেন শান্ত, চাঁদপুর
  • ২০২২-০৯-২৬ ০৮:২৯:৫৭
জেলা পরিষদ নির্বাচন আগামী ১৭ অক্টোবর। চাঁদপুরে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দুই প্রার্থী। একজন হলেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও প্রশাসক ওচমান গণি পাটওয়ারী এবং আরেকজন ব্যবসায়ী মো. জাকির হোসাইন প্রধানিয়া। সোমবার (২৬ সেপ্টেম্বর) ছিল প্রতীক বরাদ্দ। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। দুই চেয়ারমান প্রার্থীর মধ্যে ওচমান গণি পাটওয়ারী প্রতীক মোবাইল এবং মো. জাকির হোসাইন প্রধানিয়ার প্রতিক আনারস। এছাড়া ৩৫জন সাধারণ সদস্য ও ১২জন সংরক্ষিত সদস্যদের মাঝেও সকাল থেকে পর্যাক্রমে প্রতিক বরাদ্দ দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. তোফায়েল হোসেন এবং জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজেস্ট্রিটগণ। রবিবার (২৫ সেপ্টেম্বর) ছিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। এই দিন চেয়ারম্যান পদ থেকে ৩জন প্রার্থীতা প্রত্যাহার করেন। তারা হলেন-এম.এ.ওয়াদুদ, তাফাজ্জল হোসেন পাটওয়ারী (এসডু) ও মোঃ নাছির উদ্দিন। এছাড়া যাচাই বাছাই এর দিন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. ইউসুফ গাজী মামলার সাজাপ্রাপ্ত আসামী হওয়ার কারণে প্রার্থীতা বাতিল হয়। তিনি পরবর্তীতে আপিল করেন। আপিলও না মঞ্জুর করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের আপিল গ্রহণকারী কর্মকর্তা। নির্বাচনের নিয়মানুসারে সর্বশেষ চেয়ারম্যান পদে ২জন, সাধারণ সদস্য পদে ৩৫জন ও সংরক্ষিত সদস্য পদে ১২জনসহ মোট ৪৯জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। ভোটার সংখ্যা ১ হাজার ২শ’ ৭৬জন। নির্দলীয় এ নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ