সংবাদ সম্মেলন করে শ্রমিকলীগের দাবি রূপগঞ্জে রাকিব হত্যা মামলার প্রধান আসামী দেলোয়ার শ্রমিকলীগের কেউ
- সাইফুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
-
২০২২-০৯-২৫ ১১:০৭:৫৬
- Print
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঞ্চল্যকর ছাত্রলীগ কর্মী রাকিব হাসান হত্যা মামলার প্রধান আসামী দেলোয়ার হোসেন শ্রমিকলীগের কেউ না বলে দাবি করেছেন উপজেলা শ্রমিকলীগ নেতারা। গত শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন শ্রমিকলীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সভাপতি মুক্তিযোদ্ধা হাজ¦ী বেলায়েত হোসেন ভুইয়া, সাধারন সম্পাদক শাহ মোবারক হোসেন খাঁন শাহিন, গোলাকান্দাইল ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি নেওয়াজ রফিক, সাধারন সম্পাদক তালাল মিয়াসহ আরো অনেকে।
এসময় সংবাদ সম্মেলনে রূপগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সভাপতি মুক্তিযোদ্ধা হাজ¦ী বেলায়েত হোসেন ভুইয়া অভিযোগ করে বলেন, গোলাকান্দাইল পুর্বপাড়া এলাকার আসমত আলীর ছেলে দেলোয়ার হোসেন বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নিজেকে শ্রমিকলীগ নেতা বলে দাবি করে আসছে। কোন কোন সময় গোলাকান্দাইল ইউনিয়ন শ্রমিকলীগের সাধারন সম্পাদকও দাবি করেন। আর শ্রমিকলীগের নাম ভাঙ্গিয়ে এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, জমিদখলসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ড করে আসছিলো। এসব ব্যপারে তাকে একাধীকবার সতর্ক করা হয়েছিলো যেন শ্রমিকলীগের কোন পরিচয় না দেয়।
সর্বশেষ গত (২১ সেপ্টেম্বর) রাতে আধিপত্য বিস্তার ও পুর্ব শত্রুতার জের ধরে ছাত্রলীগ কর্মী রাকিব হাসানকে এলোপাথারি ভাবে কুপিয়ে মর্মান্তিক ভাবে হত্যা করে। আর এ হত্যাকান্ডের ঘটনায় দেলোয়ার হোসেনসহ ৬জনকে নামীয় ও অজ্ঞাত আরো ১০ থেকে ১২ জনকে আসামী করে নিহত রাকিব হাসানের বোন আখি আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এছাড়া এ ঘটনাটি দেশের বিভিন্ন জাতীয় পত্রিকা ও ইলেকট্রনিক্স মিডিয়াতে এসেছে। সেখানে দেলোয়ারকে শ্রমিকলীগ নেতা বলা হচ্ছে। আদৌ দেলোয়ার হোসেন শ্রমিকলীগের কেউ না। সে শ্রমিকলীগের নাম ব্যবহার করে অপরাধ করতো। ছাত্রলীগ কর্মী রাকিব হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন শ্রমিকলীগ নেতারা।
উল্লেখ্য, ওই মামলার আসামীরা হলেন, গোলাকান্দাইল পুর্বপাড়া এলাকার আসমত আলীর ছেলে দেলোয়ার হোসেন, জাকির হোসেনের ছেলে সজীব মিয়া, পাচাইখা টেলাপাড়া এলাকার সাফির ছেলে হামজালা, নায়েব আলীর ছেলে আফজাল, গোলাকান্দাইল এলাকার আসমত আলীর ছেলে জাকির হোসেন ও মৃত আব্দুর রহিমের ছেলে মিল্লাত।
মামলার বাদী ও নিহতের বোন আখি আক্তার মামলার এজাহারে উল্লেখ করেন, তারা গোলাকান্দাইল এলাকায় তলা ফাউন্ডেশন বিশিষ্ট বিল্ডিং নির্মাণের কাজ শুরু করেন। ওই বিল্ডিং নির্মানের জন্য মামলার আসামীরা চাঁদা দেয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছিলো। আর চাঁদা টাকা না পেয়ে তার ভাই রাকিব হাসানকে কুপিয়ে হত্যা করে।
রাকিব হাসান হত্যা মামলার ৩ আসামীকে গ্রেফতার করে র্যাব সদস্যরা। গ্রেফতারকৃতরা হলেন, গোলাকান্দাইল পুর্বপাড়া এলাকার হাসমত আলীর ছেলে দেলোয়ার হোসেন, জাকির হোসেনের ছেলে সজীব ও তারাব বিশ^রোড এলাকার মৃত সাত্তারের ছেলে রোবেল হোসেন।
নিহত রাকিব হাসান গোলাকান্দাইল এলাকার হারুন মিয়ার ছেলে ও রাকি পাগলনীর নাতী হিসেবে পরিচিত।