ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
হিলিতে বিশ্ব নদী দিবস পালিত
  • মুসা মিয়া, হিলি (দিনাজপুর)
  • ২০২২-০৯-২৫ ০৯:২২:২৮
দিনাজপুরের হিলিতে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব নদী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‌্যালী বের করা হয়।র‌্যালীটি হিলি স্থলবন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবারো একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বিশ্ব নদী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।সেই সাথে নদী দুষন ও দখল রোধে সকলকে সচেতন হওয়ার আহবান জানানো হয়। হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর-এ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী এসএম রায়হান হোসেন, প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন,হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন। এসময় সেখানে বাংলাদেশ স্কাউটস উপজেলা সম্পাদক কাওছার আহম্মেদ,কাব স্কাউট লিডার মোঃ মহিদুল ইসলাম, বাংলাহিলি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইউনিট লিডার মোছাঃ আমেনা খাতুনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত