ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া সমাবেশ শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে নারীরা স্বাধীনভাবে বাচঁতে পারবেননা- কৃক
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২২-০৯-২৪ ০৯:৩০:৪৯
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক বলেছেন-আগামী দিনে নারীদের স্বাধীন ভাবে বেঁচে থাকতে হলে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে। না হলে এই দেশে আবার ইয়াছমিন- পূর্ণিমারা ধর্ষিত হবে। আপনার সন্তানকে আপনারা ঘরে রাখতে পারবেন না। শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা আওয়ামী লীগ আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খা সঙ্গীতাঙ্গনে আয়োজিত এই কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি,সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা সাফিয়া খাতুন৷ প্রধান অতিথির বক্তব্যে সাফিয়া খাতুন দলকে ঐক্যবদ্ধ ভাবে সামনের দিকে এগিয়ে নেওয়ার আহবান জানিয়ে বলেন, নারীরা দিতে জানে নিতে জানে না। তাই তাদেরকে সামনে এগিয়ে দিলে অবশ্যই সফলতা আসবে। জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিনারা আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাতের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য নাসিমা ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক শেখ আনার কলি পুতুল, সাংগঠনিক সম্পাদক সুরাইয়া বেগম ইভা, তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দা রাজিয়া মোস্তফা,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক তাহমিনা খানম,সমবায় বিষয়ক সম্পাদক দিলারা মোস্তফা,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মরিয়ম বিনতে হোসাইন খেয়া,সদস্য লিপি জামান,কনা জব্বার,বেবী বড়–য়া,হাবিবা ইসলাম হেপী,সাকিনা খাতুন পারুল প্রমুখ।
 গণহত্যা-দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল
২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
রাজনৈতিক দলগুলো ৫৩ বছরেও সংস্কার করতে পারেনি: রিজওয়ানা