ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
ঈদুল আযহা: অনলাইনে ‘পশুর হাট’ আগ্রহ ক্রেতা-বিক্রতার
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-০৭-১৪ ২০:৫৮:৩৭

কোরবানির মওসুমে পশু কেনাবেচায় নতুন করে সেজেছে অনলাইনে পণ্য বিক্রির বিভিন্ন ওয়েবসাইট।

পাশাপাশি গরু-খাসি বিক্রির জন্য খোলা হয়েছে নতুন নতুন ফেইসবুক পেইজ।

এসব পেইজ ও ওয়েবসাইটে বিভিন্ন ধরনের গবাদিপশুর ছবি, বিবরণ ও দাম যেমন আছে, তেমনি আছে কোন পশু কোন এলাকা থেকে আনা হয়েছে তার বিবরণ।

কোনো কোনো ওয়েবসাইট বলছে, কেবল সম্মতি দিলেই পায়ে হেঁটে ক্রেতার বাড়ি পৌঁছে যাবে পছন্দের গরু বা খাসি।

‘এখনই ডটকম’ এর ওয়েবসাইটে ক্রেতাদের উৎসাহী করতে বলা হয়েছে, “ফরগেট দি হ্যাসেল অব গোইং টু আ ‘গরুর হাট’ ইন দিস কোরবানি ঈদ।”

প্রতিষ্ঠানটি তাদের অফিসিয়াল ফেইসবুক পেইজে বলেছে, “এখনই ডটকম থেকে নিন ১০০% দেশি ও স্বাস্থ্যবান কোরবানির গরু যা আপনি অর্ডার করতে পারবেন ঘরে বসে।”

এখনই ডটকমের ওয়েবসাইট থেকে পশু কিনলে ঢাকার বাসিন্দাদের তা এক দিনের মধ্যে ‘বিনা খরচে’ পৌঁছে দেয়া হবে বলেও জানানো হয়েছে।

পণ্য কেনাবেচার ওয়েবসাইট বিক্রয় ডটকম-এর হোম পেইজেই বলা হয়েছে, ‘এই ঈদে বিজ্ঞাপন দিন আর জিতে নিন গরু বা খাসি।’

‘কোরবানির গরু বা খাসি খুঁজছেন?’- এই শিরোনামে বিক্রয় ডটকমের ওয়েবসাইটে রয়েছে একটি ট্যাব, যেখানে কোরবানির পশুর বিজ্ঞাপন দেয়া হয়েছে।

এখানেই ডটকম-এ বিভিন্ন ধরনের কোরবানির পশু কেনার সুযোগ রয়েছে।

এই ওয়েবসাইটের ফার্ম-এনিমেল বিভাগে দেশি-বিদেশি গরু-খাসীর বিস্তারিত বিবরণ তুলে ধরে দাম উল্লেখ করা হয়েছে।

উপহার টু মি ডটকম-এর ওয়েবসাইট থেকে রাজধানীর কেউ কোরবানির পশু কিনলে সেটি বিনা খরচে বাড়ি পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে এই ওয়েবসাইটে।

কোরবানির পশু বিক্রি করতে গাবতলী ক্যাটেল মার্কেটসহ বিভিন্ন নামে কয়েকটি ফেইসবুক পেইজও খোলা হয়েছে।

এসব ফেইসবুক পেইজে ‘লাইক’ দিয়ে পছন্দের পশু নিয়ে কমেন্ট করে বিক্রেতাদের সঙ্গে দরদামও করা যাচ্ছে।

আমারদেশ ই-শপ ডটকম তাদের হোম পেইজে ‘কোরবানি কাউ’ ট্যাবে বিক্রির জন্য গরু-ছাগলের ছবির সঙ্গে দামসহ অন্যান্য তথ্য তুলে ধরেছে।

টাঙ্গাইল পাথরাইলের দেলদুয়ারের জনৈক আয়েশা বেগমকে উদ্ধৃত করে সেখানে বলা হয়েছে, “আমি গত বছরে ই-শপে গরুটা বিক্রি করে ভাল দাম পাইছি এবং এই টাকা দিয়ে আমার মেয়ে বিয়ে দিছি।”

কোরবানির পশু বেচা-বিক্রির এসব ওয়েবসাইটে গরু-খাসির ছবি, দাম, আনুমানিক ওজন, বর্তমানে পশুটি কোথায় আছে এবং বিক্রেতার সঙ্গে যোগাযোগের মোবাইল নম্বর দেয়া হয়েছে।

কিছু পশুর ছবির ওপর লাল রংয়ে লিখে দেয়া হয়েছে ‘সোল্ড আউট’, অর্থাৎ পশুটি ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে।

আগামী ৬ সেপ্টেম্বর কোরবানির ঈদ। ধর্মীয় অনুশাসন অনুযায়ী কোরবানি ঈদের নামাজ পড়ে ধর্মপ্রাণ মসুলমানরা সামর্থ মতো পশু কোরবানি করেন।

 

বাংলাদেশি টাকায় আজকের  টাকার রেট : ২৬ নভেম্বর ২০২৪
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বাংলাদেশি টাকায় আজকের বিনিময় হার: ২৩ নভেম্বর, ২০২৪