ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
হিলিতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • মুসা মিয়া, হিলি (দিনাজপুর)
  • ২০২২-০৯-২৪ ০৯:০৩:২৩
দিনাজপুরের হিলিতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রাহি মনি (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর ১ টার দিকে উপজেলার বোয়ালদাড় গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রাহিমনি বোয়ালদাড় গ্রামের রাসেল মিয়ার মেয়ে। স্থানীয় ইউপি চেয়ারম্যান সদরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাহিমনি বাড়ির পার্শ্বের একটি পুকুরে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে অথৈ পানিতে শিশুটি ডুবে যায়। দীর্ঘ সময় শিশু রাহিকে বাড়িতে দেখতে না পেয়ে বাবা-মা অনেক খোঁজাখুজির এক পর্যায়ে শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখেন। এরপর তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. আসমা বেগম জানান, শিশু রাহি মনিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে।
দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ