ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় পথচারীর দুইজন নিহত, আহত এক , এ সময় তিনটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২২-০৯-২৪ ০০:২৮:২২
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে সামনে মালবাহী ট্রাকের চাপায় সিএনজি যাত্রী পথ দুইজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছে। এ সময় রাস্তায় পাশে দাঁড়িয়ে থাকা তিনটি অ্যাম্বুলেন্স গাড়ি ও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘাতক ট্র্যাকটিসহ হেলপার কে আটক করেছে থানা পুলিশ। আজ শনিবার ভোর পাঁচটার দিকে দিনাজপুরে আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রধান ফটকের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপ‌জেলার খানপুর খানপাড়া গ্রামের মকবুল হোসেন এর ছেলে মোহাম্মদ আলী (৬৫)।রা‌জিবপুর গ্রামের আজিজুল হকের ছেলে আজগার আলী (৩৫)। এসময় আহত হয়েছ মকবুল আলী(৪০)। দিনাজপুর কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত গোলাম মাওলা শাহ সড়ক দুর্ঘটনায় দুই পথচারী নিহতের ও একজন আহত হওয়ার সংবাদ নিশ্চিত করে বলেন, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থেকে সিএনজিযোগে দিনাজপুরে এক আত্মীয়-স্বজনের বাড়িতে আসার পথে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে সামনে সিএনজির ফুয়েল বা গ্যাস শেষ হয়ে যায়। পরে যাত্রীরা সিএনজি থেকে নেমে হেঁটে যাওয়ার সময় মেডিকেল কলেজের সামনে পৌঁছলে পিছন দিক থেকে সিমেন্ট বজায় একটি ট্রাক পথচারীদের কে ধাক্কা দিলেই ঘটনাস্থলেই দুজন নিহত একজন আহত হয়। এ সময় মেডিকেল কলেজ হাসপাতালে সামনে রাস্তার পাশে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্স কেও ঘাতক ট্র্যাকটি ধাক্কা দিয়ে তিনটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়। এ সময় এম্বুলেন্সে চালক বা কোন হেল্পার ছিল না। স্থানীয়রা সহ টহলরত পুলিশ এর গাড়ি তাৎক্ষণিকভাবে নিহতদের লাশ উদ্ধার ও আহত ব্যক্তিকে দিনাজপুরে আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। আহত ব্যক্তির অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। এই ঘটনায় ঘাতক ট্র্যাকটিসহ হেলপার কে আটক করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেল্পার গাড়ি চালিয়ে যাচ্ছিল ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমাদেরকে জানিয়েছেন এখন ঘাতক ট্রাকসহ হেলপার কে থানায় আটক রাখা হয়েছে।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী