আমতলীতে ভোক্তা অধিকারের অভিযান - জরিমানা
- মাহতাবুর রহমান, আমতলী, বরগুনা
-
২০২২-০৯-২৩ ১২:৪২:৩১
- Print
গত ১১ সেপ্টেম্বর জাতীয় পত্রিকায় " মুখরোচক খাবার খেয়ে স্বাস্থ্য ঝুঁকিতে আমতলীর শিশুরা " শিরোনামে সংবাদ প্রকাশের পর আজ শুক্রবার আমতলীর বিভিন্ন বেকারি কারখানায় অভিযান চালিয়েছে বরগুনা জেলার ভোক্তা অধিকারের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস। এ সময় আল্লাহর দান বেকারী সহ বেশ কিছু প্রতিষ্ঠানে ৯ হাজার টাকা জরিমানা করেন এবং অন্যান বেকারি মালিকদের স্বাস্থ্যকর পরিবেশে মানস্মত খাবার তৈরির তাগিদ দেন।
বিপুল বিশ্বাস বলেন, আমাদের সময় পত্রিকার প্রতিবেদন দেখে আমি এই অভিযান পরিচালনা করি। কেউ অনিরাপদ খাবার বিক্রি করলে তাকে কোন ছাড় দেয়া হবে না।
অভিযানে আমতলী উপজেলা ফুড ইন্সেপেক্টর সাভেরা পারভিন উপস্থিত ছিলেন।