ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
কালিয়াকৈরে সেই কেন্দ্র সচিবকে শোকজ
  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
  • ২০২২-০৯-২৩ ১২:৩৯:২৬
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সেই প্রধান শিক্ষক ও এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিব আলকাছ উদ্দিনকে বৃহস্পতিবার দুপুরে কারণ দর্শানোর(শোকজ)নোটিশ দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। জানা গেছে , সরকারি নির্দেশ না মানায় বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ স্বাক্ষরিত শোকজ নোটিশে আগামী ৩ কর্ম-দিবসের মধ্যে লিখিতভাবে শোকজের জবাব দিতে বলা হয়েছে। উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর থেকে এক যুগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। তারিধারাবাহিকতায় এবার কালিয়াকৈর উপজেলায় মোট ৬টি কেন্দ্রে ৭৫০২ জন পরীক্ষাথী অংশ গ্রহণ করেন। কিন্তু গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলকাছ উদ্দিন অনৈতিক স্বার্থ হাসিলের জন্য তথ্য গোপন রেখে ৬নং কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে ওই সচিব কেন্দ্রের ভিতরে গিয়ে ইমদাদুল্লাহ নামে এক এসএসসি পরীক্ষার্থীকে সহযোগিতা করার অভিযোগ উঠে। বিষয়টি নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সমালোচনা শুরু হয়। পরে জানা যায় ওই শিক্ষার্থী কেন্দ্র সচিবের ছেলে। উপজেলা নিবার্হী কর্মকর্তা বিষয়টি জানতে পেরে উপজেলা মাধ্যমিক কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন । তদন্ত করে সত্যতা পেয়ে ওই সচিবকে সোমবার দুপুরে উপজেলা নির্বহী কর্মকর্তার অফিস কক্ষে তলব করেন।পরে ওই সচিবের শিকারোক্তিতে তাকে কেন্দ্র সচিব পদ থেকে অব্যাহতি দেন এবং ওই কেন্দ্রে নতুন সচিব নিয়োগ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, তথ্য গোপন রেখে সচিবের দায়িত্ব পালন করায় ওই কেন্দ্র সচিবকে ৩দিনের মধ্যে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ পাঠানো হয়েছে।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী