ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
খাদ্যবান্ধব কর্মসূচি বাস্তবায়নে সিরাজগঞ্জে চেয়ারম্যান ও ডিলারদের সাথে মতবিনিময়
  • সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • ২০২২-০৯-২২ ১৪:৩৮:৫৩
সিরাজগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচি যথাযথ বাস্তবায়নে সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ১০টি খাদ্য বান্ধব ডিলারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। "শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ "এই শ্লোগান কে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২ টা দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সিরাজগঞ্জ সদর খাদ্য বিভাগের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এস, এম রকিবুল হাসান। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি উপস্থিত ছিলেন।সভাটি সঞ্চালনা করেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ আনোয়ার হোসেন। এছাড়া অন্যান্যদের সদর উপজেলার রতনকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, ছোনগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, বাগবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশিদুল হাসান রশিদ মোল্লা, বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন, শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সেলিম রেজা, কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল সবুর সেখ, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের জিয়াউর রহমান জিয়া মুন্সি ও ইউনিয়ন পরিষদের সদস্যরা সহ খাদ্যবান্ধব কর্মসূচির সকল ডিলারগণ উপস্থিত ছিলেন।
দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ