ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীর বিদায় ও বরণ সংবর্ধনা
  • সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • ২০২২-০৯-২২ ০৮:৪৮:০০
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর সিরাজগঞ্জ নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান বদলী ও নব নিযুক্ত নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এলজিইডি'র হলরুমে স্থানীয় সরকারের জেলা ও উপজেলার কর্মকর্তা কর্মচারীবৃন্দদের আয়োজনে এ সংবর্ধনা প্রধান করা হয়। নবাগত নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কে এম জুলফিকার আলী।বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, পাবনা অঞ্চল তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ নবীউল ইসলাম,ঢাকা এলজিইডি'র সদর দপ্তরের প্রকল্প পরিচালক মোঃ মহির উদ্দিন শেখ ,বিদায়ী নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান প্রমূখ। অনুষ্ঠান শেষে বিদায়ী ও নবাগত নির্বাহী প্রকৌশলীবৃন্দকে ক্রেস্টসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন কর্মকর্তা ও কর্মচারীরা। এসময় এলজিইডি'র সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ ছাবের আলী,সহকারী প্রকৌশলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন,সহকারী প্রকৌশলী সৌরভ কুমার সাহা,উপ- সহকারী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম,মেকানিক্যাল ফোরম্যান এ. কে. এম. আশরাফ আলী,সদর উপজেলা প্রকৌশলীমোঃ আবুল কালাম আজাদ মোল্লা সহ ৯ টি উপজেলার প্রকৌশলীরা, কর্মচারী গণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সিরাজগঞ্জ নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান ঢাকা সদর দপ্তরে বদলী জনিত বিদায়ী এ সংবর্ধনা প্রদান করা হয়।তিনি ২০১৮ সালের ফেব্রুয়ারী হতে ২০ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত এবং সিরাজগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী