ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড প্রদান
  • এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু, পটুয়াখালী
  • ২০২২-০৯-২২ ০৫:১৬:২৭
পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ভিপি আব্দুল মান্নান সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার প্রমুখ। সংক্ষিপ্ত আলোচনা শেষে সদর উপজেলার ২৮২ জন বীর মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় থেকে প্রাপ্ত ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড প্রদান করেন অতিথিবৃন্দ।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী