ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
সাফ বিজয়ী পাহাড়ের ৫ নারী ফুটবলারদের ৫০ হাজার টাকা করে পুরস্কারের ঘোষণা দিলেন পার্বত্যমন্ত্রী
  • মিঠুন দাশ, বান্দরবান
  • ২০২২-০৯-২২ ০৫:১৪:০৮
সাফ বিজয়ী পার্বত্যাঞ্চলর ৫ নারী ফুটবলারদের সংবর্ধনা ও ৫০ হাজার টাকা করে পুরস্কারের ঘোষণা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশসিং এমপি। এছাড়াও পাহাড়র ক্রীড়ার মানোন্নয়নে পার্বত্য মন্ত্রণালয় থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়ারও ঘোষণা দিয়েছেন মন্ত্রী। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় চত্বরে উইম‍্যান চেম্বার ও ডিপিএসের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত মাসব্যাপী নারী উদ্যোক্তা বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এসময় অনুষ্ঠানে উইম‍্যান চেম্বারের সভাপতি লালসানি লুসাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন‍্যান‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, জেলা পরিষদের চেয়ারম্যান ক‍্যশৈহ্লা, পুলিশ সুপার তারিকুল ইসলাম, পৌর মেয়র ইসলাম বেবী, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, নারী নেত্রী ডনাই প্রু নেলী প্রমুখ। উদ্বোধনের প্রথম দিনেই মাস ব্যাপী এই বাণিজ্য মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে নারী উদ্যোক্তাদের ৩০টি স্টল অংশগ্রহণ করে।
জয় দিয়ে বছর শেষ করলো বাংলাদেশ
নারী ফুটবলারদের সমস্যা লিখিতভাবে চাইলেন ড. ইউনূস
রদ্রিই জিতলেন ব্যালন ডি’অর