ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
বান্দরবান পৌর এলাকায় নবাগত শিশুদের জন্ম নিবন্ধন ফ্রিতে পৌঁছে যাবে বাড়িতে- পৌর মেয়র মোহাম্মদ ইসলাম
  • মিঠুন দাশ, বান্দরবান
  • ২০২২-০৯-২১ ০৯:১৫:৫৯
বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী বলেছেন, পৌর এলাকায় নবাগত শিশুদের জন্ম হলেই পৌরসভার স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে তথ্য দিলেই বাড়ি থেকে কাগজ সংগ্রহ করে ১-৪৫ দিনের মধ্যে বাড়ি গিয়ে ফ্রি জন্ম নিবন্ধন পৌঁছে দেয়া হবে । বধুবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বান্দরবান পৌরসভার অধীনস্থ বালাঘাটা ও উজানীপাড়ার দুইটি নবাগত শিশুদের বাড়িতে গিয়ে অভিভাবকের হাতে জন্ম নিবন্ধন আবেদনপত্র হস্তান্তর করতে গিয়ে তিনি এসব কথা বলেন । এসময় তিনি আরো বলেন, যেহেতু পৌরসভায় জন্ম নিবন্ধন পেতে এসে অনেককে ভোগান্তিতে পড়তে হয় তাই সেবা প্রত্যাশীদের কথা চিন্তা করে ব্যতিক্রম এই উদ্যোগ নিয়েছি। কাউকে পৌরসভায় আসতে হবে না, তারা শুধু নবাগত শিশুদের তথ্য দিয়ে সহযোগিতা করবে। আমরা ১-৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন বাড়িতে গিয়ে পৌঁছে দিবো। এতে করে সাধারণ মানুষের ভোগান্তি কমবে। সেই সাথে নবাগত শিশুদের রজনীগন্ধা ফুল, উপহার সামগ্রী ও পরিবারের সদস্যদের মিষ্টি দিয়ে বরণ করে নিচ্ছি আমরা। এদিকে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পৌর এলাকাবাসী। সম্প্রতি সারাদেশে যখন জন্ম নিবন্ধন পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে ঠিক তখনই ব্যতিক্রম এক উদ্যোগ নিয়েছেন তিনি। এতে খুশি পৌর এলাকার ভুক্তভোগীরা। নবাগত শিশুর জন্ম নিবন্ধন আবেদনপত্র হস্তান্তরের সময় আরো উপস্থিত ছিলেন, পৌর সচিব তৌহিদুর ইসলাম, ওর্য়াড কাউন্সিলর মোঃ আলী, ওমর ফারুখ, সেলিম রেজা, মহিলা কাউন্সিলর এমেচিং মার্মা, দীপিকা তংঞ্চগ্যা মন্জু, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা প্রিয়তোষ চৌধুরীসহ প্রমুখ ।
দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ