সারা পাচ্ছেন আবু কালাম আজাদ
- মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
-
২০২২-০৯-২০ ১০:৪৫:৩৯
- Print
জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে আলোচনায় আবু কালাম আজাদ। জয়ের ব্যাপারেও আশাবাদী এই স্বতন্ত্র প্রার্থী। জাতীয় পাটির রাজনীতিতে জড়িত আজাদের বাড়ি নবীনগরের বিটঘরে। এরআগে ১৯৮৩ সালে নিজ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করেন। আবু কালাম আজাদ বলেন- নবীনগর বড় উপজেলা। ২১ ইউনিয়ন। সেখানে কোন প্রার্থী নেই। এটাই তার প্লাস পয়েন্ট। আঞ্চলিকতাই তার প্রতাদ্বন্ধিতার মুল শক্তি। আঞ্চলিকতার প্রশ্নে তাকে সবাই মেনে নেবে,সে ব্যাপারে তিনি আশাবাদী।
এ নিয়ে এলাকার সংসদ সদস্যের সঙ্গেও স্বাক্ষাত করে কথা বলবেন। সমর্থন চাইবেন। এজন্যে ঢাকায় রয়েছেন। তবে ফোনে ভোটারদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন । নবীনগর ছাড়াও অন্যান্য উপজেলার অনেক ভোটারদের সাথে যোগাযোগ হয়েছে এরই মধ্যে। ভালো সারা পাচ্ছেন। দুই শক্তিশালী প্রার্থীর লড়াইয়ের মধ্যে জয়ের আশা করছেন কালাম। উপজেলা,পৌরসভা ও ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের কাছে তাকে ভোট দেয়ার আকুল আবেদন জানিয়েছেন । আবু কালাম আজাদ ৩০ বছর ধরে ইউনিয়ন জাতীয় পার্টির সাধারন সম্পাদক। ২০১২ সাল থেকে উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য। উল্লেখ্য,জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট প্রতিদ্বন্ধি ৩ জন।