অস্ত্র-গুলি ও দেশীয় অস্ত্র সহ ০৮ জন আন্তঃজেলা ডাকাত গ্রেফতার
- হাজী জাহিদ, নরসিংদী
-
২০২২-০৯-২০ ০৪:৫৪:৫৯
- Print
অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা,নরসিংদী জনাব মোহাম্মদ আবুল বাসার পিপিএম-বার এর নেতৃত্বে জনাব রকিবুজ্জামান,অফিসার ইনচার্জ, মাধবদী থানা সহ এসআই (নিঃ) এম নঈমুল ইসলাম মোস্তাক সঙ্গীয় এসআই (নিঃ) মোঃ মোফাজ্জল হোসেন, এসআই(নিঃ) সজীব খান সঙ্গীয় ফোর্স জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নরসিংদী অদ্য ২০/০৯/২২ তারিখ রাত্রী ০১.২৫ মিনিট সময় গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানাধীন চৌয়া সাকিনস্থ মতি সাহেবের প্রজেক্ট সংলগ্ন কালভার্টের উপর হতে বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ০৮ জন আন্তঃজেলা ডাকাত সদস্যকে ০১(এক)টি পিস্তল, ০১টি ম্যাগজিন,০২(দুই) রাউন্ড গুলি, ০১টি চাপাতি, ০১টি কাটার, ০২টি রামদা, ০১টি লোহার পাইপ, ০১টি লোহার পাত ও ডাকাতির কাজে ব্যবহৃত ০১টি পিকআপ গাড়ী সহ আটক করেন।
জিজ্ঞাসাবাদে আসামীরা জানায় তারা পরস্পর সহযোগীতায় মাধবদী থানা এলাকায় ডাকাতির উদ্দেশ্য ঘটনাস্থলে অস্ত্র গুলি ও দেশীয় অস্ত্র-সস্ত্র সহ সমবেত হয়েছিল।উক্ত বিষয়ে আসামীদের বিরুদ্ধে মাধবদী থানায় পেনাল কোড ৩৯৯/৪০২ ধারায় এবং ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯A/১৯(F) ধারায় পৃথক পৃথক এজাহার দাখিল করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের নাম ঠিকানাঃ
১। মোঃ ইব্রাহীম (৪০),পিতা- মোঃ মতিন,সাং- সাগরদী,থানা- মাধবদী,জেলা- নরসিংদী।
২। মোঃ ইউনুস (৩৫),পিতামৃত- জমির আলী,সাং- ডৌকাদি,থানা- মাধবদী,জেলা- নরসিংদী।
৩। মোঃ রুবেল (২৩),পিতামৃত- আবু তাহের ,সাং-বানিয়াছল,থানা ও জেলা- নরসিংদী।
৪। মোঃ আইয়ুব (২৫),পিতা- জাবেদ আলী,সাং- বালাপুর,থানা- মাধবদী,জেলা- নরসিংদী।
৫। মোঃ শাহীন (৩৭),পিতামৃত- আব্দুল হালিম ,সাং- বিরামপুর,থানা- মাধবদী,জেলা- নরসিংদী।
৬। শফিকুল ইসলাম বাদল (৪০),পিতা-মোঃ বাছেদ,সাং- সাগরদী,থানা- মাধবদী,জেলা- নরসিংদী।
৭। মোঃ শাহীন (২৩),পিতা-মোঃ জালাল,সাং- শালমদী,থানা- আড়াইহাজার,জেলা- নারায়নগঞ্জ।
৮। মোঃ জাহাঙ্গীর (৪০),পিতা- আঃ ছাত্তার,সাং- সাজেআলী,থানা-যশোর কতোয়ালী,জেলা- যশোর।
ডাকাতির কাজে ব্যবহৃত ০১টি পিকআপ গাড়ী।