নিখোঁজের একদিন পর নদীতে মিলল শিশুর মরদেহ
- আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট
-
২০২২-০৯-১৯ ১২:৫২:৩৩
- Print
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নিখোঁজের একদিন পর সতিনদী থেকে শাহিন মিয়া (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।
সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সারপুকুর ইউনিয়নের খারুভাঁজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শাহিন ওই গ্রামের মমিনুর ইসলামের ছেলে।
আদিতমারী উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ নাজমুল সরকার জানান, রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির পাশের সতিনদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় শাহিন মিয়া। অনেক খোঁজাখুঁজির করেও তার কোনো সন্ধান না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে চেষ্টা করেও ব্যর্থ হয়।
পরে সোমবার দুপুরে রংপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল সতিনদীতে অভিযান চালিয়ে শাহিনের মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে।