ব্রাহ্মণবাড়িয়া পাখির হাট উচ্ছেদ ভ্রাম্যমান আদালতের
- মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
-
২০২২-০৯-১৯ ১২:৫০:২৫
- Print
বন্য প্রানী সংরক্ষন ও নিরাপত্তা আইন-২০১২ বিধিমালার আলোকে শহরের বঙ্গবন্ধু স্কয়ারের পৌর মুক্তমঞ্চে বসা সাপ্তাহিক পাখির হাটটিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় সোমবার। এসময় হাট উচ্ছেদ করা ছাড়াও বিক্রির জন্যে আনা ৪টি টিয়া ও ৪ টি শালিক পাখি অবমুক্ত করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার-ভূমি মো: সাইফুল আরেফিন। তার সাথে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বন বিভাগের রেঞ্জ অফিসার মো:শাহজাহান।