ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
রাঙ্গামাটিতে সাংবাদিকদের সাথে নতুন পুলিশ সুপারের মতবিনিময়
  • পলাশ চাকমা, রাঙামাটি
  • ২০২২-০৯-১৯ ০৯:১৪:৪৬
পুলিশ তার কর্মপদ্ধতি ও বিবিধ আইন দ্বারা নিয়ন্ত্রিত। শান্তি তখনই নিশ্চিত হয় যখন তার নিরাপত্তা নিশ্চত হয়। জনগনের চাহিদা তুলে ধরুন। অমরা সম্মান জানাতে চাই যে প্রত্যেক সম্পর্কই সম্পদ। সকলের সাথে সম্পর্ক মজবুত রেখে দ্বায়িত্ব পালন করতে চাই। সোমবার বিকালে স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় রাঙ্গামাটিতে নবনিযুক্ত পুলিশ সুপার মীর আবু তৌহিদ (বিপিএম,বার) এসব কথা বলেন। বিকাল সাড়ে তিন ঘটিকায় পুলিশ সুপার এর সম্মেলন কক্ষে আয়োজিত মত বিনিময় সভায় জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আওয়াল চৌধুরী (বাঘাইছড়ি সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার, মারুফ আহমেদ (ক্রাইম) অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বিভিন্ন বিষয়ে তুলে ধরেন, দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদ, দৈনিক সংবাদ এর পার্বত্য অঞ্চল প্রতিনিধি সুনীল কান্তি দে, দৈনিক রাঙ্গামাটি এর সম্পাদক আনোয়ার আল হক, প্রেস ক্লাব এর সভাপতি মোঃ শাখাওয়াৎ হোসেন রুবেল, সাপ্তাহিক পাহাড়ের সময় সম্পাদক ও পার্বত্য সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মিলটন বড়ুয়া, জর্নালিষ্ট নেটওয়ার্ক এর সভাপতি শান্তিময় চাকমা, রাঙ্গামাটি সাংবাদিক সমিতির সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী প্রমূখ। নবাগত পুলিশ সুপার বিভিন্ন বিষয়ের আলোকপাত করে আরো বলেন, রাঙ্গামাটিবাসীর নিরাপত্তা নিশ্চিত করা হবে পুলিশের অন্যতম কাজ। আমরা আমাদের পেশাদারিত্ব সুনিশ্চিত করতে চাই। পুলিশ সব সময় সজাগ থাকবে। তিনি বলেন, এখানে বৈচিত্র্যও ভিন্ন আমরা প্রত্যেকের প্রতি সম্মান জানাতে চাই যে প্রত্যেক সম্পর্কই সম্পদ। তাই আমরা সবার সাথে মজবুত সম্পর্ক করে দ্বায়িত্ব পালন করতে চাই। নারীর প্রতি আমাদের সহযোগীতা থাকবে সুদৃঢ়। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সজাগ থাকবে। মাদকের বিষয়ে অবশ্যই জিরো টলারেন্স। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, জনগনের চাহিদা তুলে ধরুন। আমরা সার্বিক নিরাপত্তা দিতে চাই। আমরা একে অপরের সারথী তাই সকলের উন্নয়নে অংশীদার ভিত্তিক কাজ করবো। জনগনের অধিকার ক্ষুন্ন করা হবে না। তথ্য নিশ্চিতে প্রত্যেক থানার দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে যোগাযোগ রাখুন। আমাদেরও কিছু ফারাক থাকতে পারে। সাংবাদিকদের সার্বিক সহযোগীতা আমরা চাই।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী