জাতীয় সংসদের বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৯টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। তবে সকাল থেকে ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম দেখা গেছে। সকালে হাতেগোনা কিছু ভোটার কেন্দ্রে এসেছেন। তবে বেলা বাড়লে ভোটার উপস্থিতি বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, করোনা সংকটের কারণে স্বাস্থ্যবিধি মেনে ভোট গ্রহণ চলছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচনী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। বগুড়া-১ আসনটি আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে এবং যশোর-৬ আসনটি সরকার দলীয় সংসদ সদস্য ইসমাত আরা সাদেকের মৃত্যুতে শুন্য হয়।