ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় হিজড়া জনগোষ্টির ১২ দিনের প্রশিক্ষন শুরু
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২২-০৯-১৮ ০৯:১৪:২৪
ব্রাহ্মণবাড়িয়ায় হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। আজ রবিবার জেলা সমাজসেবা কার্যালয়ে ব্লক-বাটিক বিষয়ে ১২ দিন ব্যাপী এই প্রশিক্ষন শুরু হয়। এতে ৩০ জন হিজড়া অংশ নিচ্ছেন। এর উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: রুহুল আমিন। জেলা সমাজসেবার উপ-পরিচালক আ: কাইয়ুমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো: শাহিন,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ভিকারুন্নেছা,ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন,সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার মাহমুদুল হাসান ও প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক আ ফ ম কাউসার এমরান। বেসরকারী সংস্থা স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী পরিচালক এস এম শাহিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। পরে ৯৯টি স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে ২১ লাখ ৬৭ হাজার টাকা অনুদানের চেক বিতরন করা হয়।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী