ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
বান্দরবান পৌর এলাকায় এলইডি স্ট্রিট লাইট স্থাপন প্রকল্পের উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী
  • মিঠুন দাশ, বান্দরবান
  • ২০২২-০৯-১৬ ১৩:৫৮:১৫
গ্রামীন অবকাঠামো ও রক্ষনাবেক্ষণ কর্মসূচী (টিআর) আওতায় বান্দরবান পৌর এলাকার বিভিন্ন গুরত্বপূর্ণ স্থানে এলইডি স্ট্রিট লাইট স্থাপন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বান্দরবান পৌরসভার ব্যবস্থাপনায় বান্দরবান বাজারের প্রবেশমুখে ট্রাফিকমোড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এই এলইডি স্ট্রিট লাইট প্রকল্পের উদ্বোধন করেন। এলইডি স্ট্রিট লাইট প্রকল্পের উদ্বোধনে আরো উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পৌরসভার সচিব মো.তৌহিদুল ইসলাম, রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারী অমল কান্তি দাশসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সুশীল সমাজর প্রতিনিধিরা। এসময় বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী বলেন, প্রথম পর্যায়ে বান্দরবান বাজার এলাকায় এই প্রকল্পের আওতায় ১৫টি এলইডি স্ট্রিট লাইট স্থাপন করা হবে আর পর্যায়ক্রমে সকল ওয়ার্ডে এই লাইট স্থাপন করা হবে।
দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ