ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা
  • সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • ২০২২-০৯-১৬ ১১:৪৬:১৪
আসন্ন জেলা পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিনে সিরাজগঞ্জে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও মহিলা সংরক্ষিত সদস্য পদে মনোনয়ন পত্র জমা প্রার্থীরা দিয়েছেন। শেষ তথ্য পাওয়া পর্যন্ত চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত প্রার্থী বর্তমান জেলা পরিষদ প্রশাসক আব্দুল লতিফ বিশ্বাস এককভাবে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।সিরাজগঞ্জ জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায় যে, এ পদে অন্য আর কেউ মনোনয়নপত্র দাখিল করেননি। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় মনোনয়ন পত্র জমা দানের শেষে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম এবং সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ আজিজার রহমান এ তথ্য নিশ্চিত করেন । জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১ জন।এছাড়া জেলা পরিষদের সাধারণ আসনে ৯ টি ওয়ার্ডে ৫২ জন এবং মহিলা সংরক্ষিত আসনে ৩ ওয়ার্ডে ২০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানা যায়।আসন্ন মোট ভোটার সংখ্যা ১১৯১ জন। আগামী ২৫ সেপ্টেম্বর যাচাই বাচাই করা হবে। উল্লেখ্য যে, চলতি বছরের আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী