ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
লালমনিরহাটে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার
  • আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট
  • ২০২২-০৯-১৬ ১১:৪৩:০০
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ঘর থেকে খোকা মিয়া (৭৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ থানার ওসি এটিএম গোলাম রসূল নিশ্চিত করেন। এর আগে গতবৃহস্পতিবার রাত সাড়ে টার দিকে ওই উপজেলার কাকিনা ইউনিয়নের কামারপাড়া গ্রামের থাকার ঘর থেকে লাশটি উদ্ধার করেন। পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় খোকা মিয়ার রুম থেকে দুর্গন্ধ আসতে শুরু করে। এ সময় খোকা মিয়াকে ডাকলে কোন সারা শব্দ দেননি । ওই সময় তার স্ত্রী জোসনা বেগমকে ডাকলেও তিনি সারা শব্দ দেননি । পরে স্থানীয়রা জানতে পারেন তার স্ত্রী তার স্বামী খোকা মেয়েকে রেখে জয়পুরহাটে গেছেন। পুলিশকে খবর দিলে ঘরের ভিতরে ঢুকিয়ে দেখতে পারেন ২/৩ তিনদিন আগে মারা গেছেন। কালীগঞ্জ থানার ওসি এটিএম গোলাম রসূল নিশ্চিত করে জানান, ঘটনা রহস্যজনক মনে হয়েছে। তাই ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য কি তদন্ত করে সাংবাদিকদের বিষয়টি পরে জানানো হবে বলেও তিনি জানান।
দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ