ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচন ৬৯ জনের মনোনয়ন দাখিল
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২২-০৯-১৬ ১১:৪০:০৮
বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্ধিন্ধতার জন্যে মোট ৬৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩ জন। তারা হচ্ছেন আওয়ামীলীগ প্রার্থী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার, স্বতন্ত্র জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক শফিকুল আলম এমএসসি, নবীনগর বিটঘরের আবু কালাম আজাদ। এছাড়া ৯টি ওয়ার্ডে সাধারন সদস্য পদে ৫২ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সংরক্ষিত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান জানান, মনোনয়ন বাছাই ১৮ সেপ্টেম্বর, প্রত্যাহার ২৫ সেপ্টেম্বর এবং ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ করা হবে। আওয়ামীলীগ প্রার্থী আল মামুন সরকার দলের নেতাকর্মী,বিভিন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যাক্তিবর্গকে নিয়ে দুপুরে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো: শাহগীর আলমের কাছে মনোনয়ন জমা দেন। সংরক্ষিত ও সাধারন সদস্য পদে ৬৬ জন মনোনয়ন জমা দিয়েছেন। সংরক্ষিত ১ নং ওয়ার্ডে (নাসিরনগর, সরাইল ও আশুগঞ্জ উপজেলা) প্রতিদ্বন্ধিতার জন্যে মনোনয়ন জমা দিয়েছেন আনারকলি, বিউটি কানিজ, স্বপ্না বেগম, মাহমুদা পারভীন ও হোসনা আক্তার নিপা, ২নং ওয়ার্ডে(ব্রাহ্মণবাড়িয়া সদর, বিজয়নগর ও কসবা উপজেলা) রোমানা আক্তার, রুমানুল ফেরদৌসি, ফেরদৌস আক্তার, মারহুমা বেগম, সৈয়দা নাখলু আক্তার, ৩নং ওয়ার্ডে (আখাউড়া, নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলা) নূরুন্নাহার বেগম,সনি আক্তার সূচী,মাহমুদা আক্তার,মোছেনা বেগম মনোনয়ন নিয়েছেন। ১ নম্বর সাধারন ওয়ার্ডে (নাসিরনগর উপজেলা) মনোনয়ন জমা দিয়েছেন সামছুল কিবরিয়া রাজা, গোলাম ছামদানী, হুমায়ুন কবির, আসাদুজ্জামান চৌধুরী, ফারুক মিয়া, মো: সাদেকুর রহমান, মহিদুজ্জামান। ২নং ওয়ার্ডে (সরাইল উপজেলা) পায়েল হোসেন মৃধা,আবদুল মালেক,মো: জাকির হোসেন,উত্তম কর্মকার, মো: শাহেদ মিয়া. মো: ইমরান হোসেন। ৩ নম্বর ওয়ার্ডে(আশুগঞ্জ উপজেলা) মো: মনিরুজ্জামান খান, মো: জাহাঙ্গীর মুন্সি, মো: কাউছার আলম, আলমগীর হোসেন ফরহাদ, মো: বিল্লাল মিয়া, জিল্লুর রহমান। ৪ নম্বর ওয়ার্ডে(ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা) সাবেক জেলা পরিষদ সদস্য মো: বাবুল মিয়া, আমিনুল ইসলাম, মো: নিজাম উদ্দিন ভূইয়া, ছাদেকুর রহমান শরীফ, কে এম সুজন, মো: কাউছার মিয়া, মো: মিজানুর রহমান, মো: আজহারুল ইসলাম, তাজুল ইসলাম, মিনহাজ নবী খান, এ এম আকছির খান, সুধীর চন্দ্র ঘোষ,মো: জিয়া কারদার, ৫ নম্বর ওয়ার্ডে (বিজয়নগর উপজেলা)বাবুল আক্তার, মো: তফসিরুল ইসলাম,মো: ইকবাল হোসেন,মাহবুবুর রহমান রানা,মৃনাল কান্তি চৌধুরী,কাজী আশিকুর রহমান। ৬ নম্বর ওয়ার্ডে(আখাউড়া) মো: সাইফুল ইসলাম,খন্দকার মোস্তাক আহমেদ,এ কে এম আতাউর রহমান নাজিম,মোহাম্মদ আলী ভূইয়া,মো: ইয়াছিন মিয়া। ৭ নম্বর ওয়ার্ডে(কসবা উপজেলা)মোহাম্মদ আবদুল আজিজ,এম মারুফ হাসান,মো: জহিরুল হক খান,আইয়ুব আলী ভূইয়া। ৮ নম্বর ওয়ার্ডে(নবীনগর উপজেলা) সাবেক প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন আজাদ,বোরহান উদ্দিন আহমেদ,শফিকুল ইসলাম,কবির হোসেন,মো: নাছির উদ্দিন মনোনয়ন নিয়েছেন। ৯ নম্বর ওয়ার্ডে (বাঞ্ছারামপুর উপজেলা)মনোনয়ন নিয়েছেন আবুল কালাম আজাদ,নূর মোহাম্মদ মোল্লা ও মিন্টু রঞ্জন সাহা,মনিরুজ্জামান। ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনের ভোটার সংখ্যা ১৩৯৪।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী