ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
সংবিধান অনুযায়ী ক্ষমতাশীনদের অধীনেই নির্বাচন হবে- তোফায়েল আহমেদ
  • মোঃ জহিরুল হক, ভোলা
  • ২০২২-০৯-১৩ ০৬:৫৩:১৭
আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক বানিজ্য মন্ত্রী ও ভোলা-১ আসনের এমপি আলহাজ্ব তোফায়েল আহমেদ বলেছেন সংবিধান অনুযায়ী ক্ষমতাশীনদের অধীনেই ২০২৩ সালের শেষে আগামী নির্বাচন হবে। ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাইছেন নির্দলীয় তত্বাবধায়ক সরকার। এটা তাদের স্বপ্ন স্বপই থেকে যাবে।আমরা তত্বাবধায়ক আদায়ের জন্য কঠিন আন্দোলন , সংগ্রাম করেছি, জনগনের তাতে সাপোর্ট ছিল। তারপর ২০০৮ সাল থেকে এখনও ক্ষমতায় আছি। কিন্তু শেখ হাসিনার উন্নয়ন এখন বিশ্বে রোল মডেল। ২০২৪ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিনত হবে। আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি বাংলাদেশে আর কখনো নির্দলীয় সরকার হবে না। কারো চাওয়ায় নির্বাচন কমিশন বাতিল হবে না। কারণ নিয়ম অনুযায়ীই নির্বাচন কমিশন গঠিত হয়েছে। মঙ্গলবার (১৩সেপ্টেম্বর) সকাল ১১ টায় ভোলা জেলা পরিষদ মিলনায়তনে শ্রমিকলীগের ত্রি - বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি। বিএনপি মহাসচিবের সমালোচনা করে তিনি বলেন বিবৃতির জন্য যদি কাউকে নোবেল প্রাইজ দিতে হয় তাহলে ফখরুল ইসলাম আলমগীরকে দিতে হবে। আগামী নির্বাচন হবে প্রতিযোগীতা মুলক। তাই আগামী নির্বাচনের জন্য দলীয় নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘প্রত্যেকটি ইউনিয়নে, ঘরে ঘড়ে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলতে হবে। বিএনপি আবারো ষড়যন্ত্র শুরু করেছে। আন্দোলনের নামে সন্ত্রাসী শুরু করে দিয়েছে । ভোলায় ২ জন মানুষ মারা গিয়েছে তারা আমার এলাকার মানুষ। বিএনপি আন্দোলনের নামে পুলিশের উপর ইট পাটকেল মারতে গিয়ে নিজেদের ইটের আঘাতে তারা মারা গিয়েছে। শ্রমিক লীগের আহব্বায়ক কাউন্সিলর মোঃ শাহেআলম এর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের সাধারন সম্পাদক কে,এম,আযম খসরু। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা - ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি জেলা পরিষদ প্রশাসক আবদুল মমিন টুলু,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জাতীয় শ্রমিক লীগের অর্থ সম্পাদক মোঃ মহিউদ্দিন,জাতীয় শ্রমিক লীগের প্রচার সম্পাদক মেহীদি হাসান।সভার উদ্বোধক ছিলেন জাতীয় শ্রমিকলীগের সহ সভাপতি মোঃ শাহাবুদ্দিন। সম্মেলন শেষে হারুনকে সভাপতি ও মোঃ ফারুককে সাধারন সম্পাদক হিসেবে ঘোষনা করেন সভার প্রধান অতিথি আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি। সম্মেলনে ভোলা জেলার বিভিন্ন থানার শ্রমিকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেখ হাসিনার উদ্যোগে দেশীয় পণ্য বিশ্বব্যাপী সমাদৃত: আমির হোসেন আমু
হরতালের সমর্থনে ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিল
ঝালকাঠি-১ আসনে প্রার্থীতা ফিরে পেলেন মনির, জমবে ভোটের মাঠ
সর্বশেষ সংবাদ