দিনাজপুর শিক্ষা বোর্ড সোনালী ব্যাংক শাখার উদ্বোধন
- সুলতান মাহমুদ, দিনাজপুর
-
২০২২-০৯-১৩ ০৬:৪৭:৫৮
- Print
দিনাজপুর শিক্ষা বোর্ড সোনালি ব্যাংক শাখার ১ হাজার ২ শত ৩০ তম শাখা উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৯ টার দিকে দিনাজপুর শিক্ষা বোর্ডের নিচ তলায় আনুষ্ঠানিক সোনালী ব্যাংক শাখার উদ্বোধন করা হয়। সোনালী ব্যাংক উত্তরাঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার আবুহেনা গোলাম সাইয়েদের সভাপতিত্বে
ভার্চুয়ালি সোনালী ব্যাংকের শিক্ষা বোর্ড শাখার উদ্বোধন করেন ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর আফজাল করিম। এসময় উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কামরুল ইসলাম, শিক্ষা বোর্ড সচিব প্রফেসর জহির উদ্দিন, দিনাজপুর শাখার জেনারেল ম্যানেজার রশিদুল ইসলাম প্রমুখ।
এসয়ম বক্তব্য প্রদানকালে বোর্ডের চেয়ারম্যান কামরুল ইসলাম বলেন, ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় দিনাজপুর শিক্ষা বোর্ড। এই বোর্ডের আওতায় প্রায় চার হাজার স্কুল এবং সাতশ কলেজ রয়েছে। বোর্ড হতে ব্যাংকের দুরত্ব বেশি হওয়ায় সেবাপ্রার্থীরা ভোগান্তিতে পরতেন। বেশ কয়েকবছর ধরে বোর্ডের অভ্যন্তরে ব্যাংকিং সেবা চালু করার চেষ্টা চলছিলো। আজ সে চেষ্টা সফল হয়েছে। এই শাখা চালু হওয়ায় বোর্ডের সোনালী সেবার আওতায় নিবন্ধন ফি, ফরম ফিলাপ, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি নবায়ন ও স্বীকৃতি ফি , নাম বয়স সংশোধন ফিসহ শতাধিক সেবা প্রাপ্য হবেন। সেইসাথে বোর্ড কর্মকর্তা কর্মচারীরা উপকৃত হবেন।
সভাপতি বক্তব্য আবু হেনা গোলাম সাইয়েদ বলেন সোনালী ব্যাংকের এটি ১ হাজার ২৩০ তম শাখা এবং দিনাজপুর জেলার জন্য ৩৩ তম শাখা উদ্বোধন করা হলো। এই ব্যাংকের মাধ্যমে দিনাজপুর শিক্ষা বোর্ড সহ এই অঞ্চলের মানুষ ব্যাংকিং সেবায় উপকৃত হবে।