ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদন্ড, ১ জনের যাবজ্জীবন
- মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
-
২০২২-০৯-১২ ০৬:১৬:১০
- Print
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার চানপুর গ্রামের শরীফ খাঁ (৫০) হত্যা মামলায় ৩ জনকে মৃত্যুদন্ড এবং ১ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। আজ সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমীন নিগার এই রায় প্রদান করেন।
বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধে ২০১৫ সালের ৬ই আগষ্ট সকালে পার্শ্ববর্তী বাড়ির লোকজন পূর্ব পরিকল্পিত ভাবে হত্যা করে শরীফ খা-কে। এ ঘটনায় তার স্ত্রী মাজেদা বেগম লিপি বাদী হয়ে ৫ জনকে আসামী করে আখাউড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে মামলার ৫ আসামী জাকির খা,মাহবুব খা,গাজী খা,আমানত খা ও আমির খা’র বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আসামীদের মধ্যে আমির খা মারা গেছেন। বাকী ৪ আসামীর মধ্যে আদালত মৃত্যুদন্ড প্রদান করেন জাকির খা,মাহবুব খা ও গাজী খা-কে। তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আর যাবজ্জীবন সাজা প্রদান করা হয় আমানত খা-কে। ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাকে আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়। রায় প্রদানের সময় আমনত খা আদালতে উপস্থিত থাকলেও মৃত্যুদন্ড প্রাপ্ত ৩ আসামী পলাতক রয়েছেন। আদেশে তাদের প্রত্যেককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যৃদন্ড কার্যকর করতে বলা হয়। রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা থাকলেও করেন ভারপ্রাপ্ত পিপি আজাদ রকিব আহমেদ তুরান।