ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নিজ কোম্পানির কাভার্ডভ্যান গাড়ির চাপায় গেল রুবেলের প্রান
  • হাজী জাহিদ, নরসিংদী
  • ২০২২-০৯-১১ ১১:১৬:০৯
নরসিংদীর পলাশে কাভার্ডভ্যানের চাপায় রুবেল (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। আজ রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ডাঙ্গা ইউনিয়ের কাজিরচর গ্রামের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল কাজির চর গ্রামের মমিন উদ্দিনের ছেলে। নিহত রুবেলের প্রতিবেশী জানান, রুবেল তিন দিন আগে ডাঙ্গার চরকায় প্রাণ কোম্পানির চাকরিতে যোগ দেন। আজ রবিবার সকালে অফিসের যাওয়ার উদ্দেশ্য সাইকেল নিয়ে বাসা থেকে বের হন তিনি। পরে সকাল সাড়ে ৬টার দিকে সাইকেল চালিয়ে কাজির চর গ্রামের মাস্টার একাডেমির সামনের সড়কে আসলে প্রাণ আরএফএল কোম্পানির একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়। পরে কাভার্ডভ্যানের চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খাইরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবার থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী