ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
সিরাজগঞ্জে সামাজিক সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত
  • সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • ২০২২-০৯-১০ ১১:০৮:২৮
সিরাজগঞ্জে শিয়ালকোল ইউনিয়ন পরিষদের আয়োজনে সামাজিক সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) সদর উপজেলার আব্দুল্লাহ আল-মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই সামাজিক সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি) এস এম রকিবুল হাসান এর সভাপতিত্বে এবং ৪নং শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোঃ সেলিম রেজা'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে রাখেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। তিনি বলেন,বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বপ্নের 'সোনার বাংলা'কে বাস্তবে রূপ দিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। সোনার বাংলা গড়তে হলে অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রয়োজন। যেটি আমার বার বার প্রমাণ করেছি বিভিন্ন প্রয়োজনে। উনসত্তরের গণঅভ্যুত্থান, মহান স্বাধীনতা যুদ্ধ সময় তখন জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা এক অপরে সাথে কাঁধ মিলিয়ে দেশের প্রয়োজনে নিজের জীবন বিসর্জন দিয়েছিলাম।নিজের রক্তের বিনিময়ে এই স্বাধীন দেশ পেয়েছি।সেই মুক্ত স্বাধীন বাংলাদেশে আমরা কখনই অসাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিতে পারিনা। তিনি আরও বলেন, মাদক, বাল্যবিবাহ, জুয়া, জঙ্গি বাদ, ইভটিজিং বন্ধে সকলকে এগিয়ে আসতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, শিয়ালকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ গোলাম আজম তালুকদার বাবলু, সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন তালুকদার প্রমূখ। এসময় জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আমিনুর ইসলাম সহ ইউপি সদস্য, দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী