ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
সিরাজগঞ্জে ডাঃ সানাউল্লাহ আনহারী-মল্লিকাজান বেগম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  • নাজমুল হোসেন, সিরাজগঞ্জ
  • ২০২২-০৯-০৮ ১১:৫৩:৩৯
সিরাজগঞ্জ-২ ( সদর- কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না বলেছেন,আজ দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। বাংলাদেশ আজ সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। আর এর জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সারাদেশে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এই যুদ্ধে আমাদের জয়ী হতে হবে। দেশের ভবিষ্যৎ যুব সমাজ। তারা যোগ্য হলে দেশ পাল্টে যাবে।’ যুবকদের যোগ্য করে গড়ে তুলতে এই ধরণের খেলাধুলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করেন। তিনি আরও বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে কিশাের-কিশােরীদের ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধকরণ ও শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশ, প্রতিযােগীতার মাধ্যমে সহিষ্ণুতা, মনােবল বৃদ্ধি এবং মাদকাশক্তি, জঙ্গিবাদসহ সকল ধরনের অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখার খেলাধুলার প্রয়োজন আছে। আজকে মাদক,জুয়া বিরুদ্ধে সকলকে সচেতন হতে হবে। খেলা আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারে। আর এই খেলাধুলার মাধ্যমে ইনশাল্লাহ সিরাজগঞ্জ কে মাদক,সন্ত্রাস, জঙ্গি মুক্ত করবো। বুধবার (৭ সেপ্টেম্বর)সদর উপজেলার চন্দিদাসগাঁতী হাই স্কুল মাঠ প্রাঙ্গণে চন্ডিদাসগাঁতী দূর্জয়-বাংলা সংঘ আয়োজনে ডাঃ সানাউল্লাহ আনহারী-মল্লিকাজান বেগম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিয়ালকোল ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ নূরে আলম দুলাল এর সভাপতিত্বে এবং যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা আকন্দ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম সজল, সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সেলিম আহমেদ, শিয়ালকোল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ গোলাম আজম তালুকদার বাবলু, সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন তালুকদার, ৪ নং শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোঃ সেলিম রেজা, ১০নং সয়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নবীদুল ইসলাম, ৮নং কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ আব্দুস সবুর সেখ, ৫নং খোকশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাশিদুল ইসলাম, ৮নং কাওয়াকোলা ইউনিয়ন পরিষদ মোঃ জিয়াউর রহমান জিয়া, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আমিনুর ইসলাম প্রমূখ। খেলার রেফারি দায়িত্ব পালন করেন, রেজাউল করিম খোকন।খেলাটির পরিচালনা করেন মোঃ মিজানুর রহমান। উদ্বোধনী খেলায় রংপুর শঠিবাড়ি একাদশ ২-১ জামুয়া ইয়াং স্টার ক্লাবকে পরাজিত করে। মাঠে কানায় কানায় হাজার ফুটবলপ্রেমী দর্শক খেলা উপভোগ করেন।
ওয়েস্ট ইন্ডিজে ইতিহাস গড়ল বাংলাদেশ
ভারতকে কাঁদিয়ে এশিয়ার সেরা বাংলাদেশের যুবারা
সৌম্যের ঝড়ো ব্যাটিংয়ে গ্লোবাল সুপার লিগের প্রথম চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স