নবীনগর আওয়ামিলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
- মিঠু সূত্রধর পলাশ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
-
২০২২-০৯-০৭ ০৭:২২:০২
- Print
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আওয়ামীলীগের সম্মেলন উপলক্ষে ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনের সময় সূচি নির্ধারণে বিশেষ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে সফল করার লক্ষ্যে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সদস্য ও সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।
নবীনগর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নিয়াজ মোহাম্মদ খাোনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, উপজেলা চেয়ার্যামন মনিরুজ্জামান মনির, পৌর মেয়র এডভোকেট শিব শংকর দাস, এড. কাজী মোর্শেদ হোসেন কামাল, ব্যারিস্টার জাকির আহম্মেদ, জসিম উদ্দিন আহাম্মেদ, গোলাম শাহরিয়ার বাদল সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুধীসমাজের নেতৃবৃন্দ সহ আরো অনেকে।
সভায় উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি এবং সম্মেলন সফল করার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।