ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
দিনাজপুর চিরিরবন্দরের সেপটিক ট্যাংকির ভিতরে হেড মিন্ত্রিকে উদ্ধার করতে গিয়ে দুই ভ্যান চালকের মৃত্যু
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২২-০৯-০৭ ০৭:০৯:২৮
দিনাজপুর চিরিরবন্দরে নির্মাণাধীন বাড়ির সেপটিকট্যাংকে ভিতর থেকে হেড মিন্ত্রিকে উদ্ধার করতে গিয়ে দুই ভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার(৭ সেপ্টেম্বর) সকালে ৯ টার দিকে উপজেলার নওখৈর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নওখৈর মৌলভী পাড়ার মহির আলীর ছেলে ভ্যান চালক সাইদুল ইসলাম(৩৫)ও একই গ্রামের বাবুপাড়া ভ্যানচালক আবু তাহেরের ছেলে আব্দুল মাবুদ আলী(৩০)। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদ্ন্ত)মোসলেম উদ্দিন বসুনিয়া ঘটনার সত্যাতা নিশ্চিত করেন। স্থানীয়দের বরাত দিয়ে চিরিরবন্দর থানার ইনসপেক্টর তদন্ত মোসলিম উদ্দিন বসুনিয়া বলেন উপজেলার ৪নং ইসবপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এর বাড়ীর মালিক মহির উদ্দিন এর ছেলে শহিদুল ইসলাম এর নির্মানাধীন বাড়ীর রাজমিস্ত্রি দ্বয় সকালে সেপটিস ট্যাংকিতে কাজ করার জন্য হেডমিস্ত্রি আলতাব উদ্দিন ও ফেরদৌস আলী নির্মানাধীন সেফটি ট্যাংকির ভিতরে নেমে কাজ করার সময় সেফটি ট্যাংকির গ্যাসে ভিতরে জ্ঞান হারালে উপর থেকে ফেরদৌস চিৎকার করলে পথচারী ভ্যান চালক মাবুদ আলী ও সাইদুল ইসলাম হেড মিস্ত্রি আলতাব উদ্দিনকে বাচানোর জন্য যায়। হেড মিস্ত্রি আলতাব উদ্দিনকে সেফটি ট্যাংকি থেকে তুললেও তারা নিজেরা উঠতে না পারে জ্ঞান হারিয়ে ভিতরে পড়ে থাকে। পরে স্থানীয় লোকজন আরো এসে উদ্ধার করে সৈয়দপুর হাসপাতালে নিয়ে যায়। ভ্যানচালক মাবুদ আলী ও সাইদুল ইসলামকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং হেড মিস্ত্রি আলতাব উদ্দিন ও ফেরদৌস চিকিৎসাধীন অবস্থায় এখন সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি রয়েছে। এরমধ্যে হেড মিস্ত্রি আলতাব উদ্দিন ও ফেরদৌস আলী আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে চিকিৎসক জানিয়েছেন।
দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ