অমুসলিমদের মদ্যপানের অনুমতি, ধর্মান্তর ও অপরাধের শাস্তি হিসেবে জনসমক্ষে বেত্রাঘাতের সাজা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সুদান।
৩০ বছরের বেশি সময় ধরে চলা কিছু আইন ও নিয়মকানুন সংস্কারের অংশ হিসেবেই এমন উদ্যোগ নিয়েছে উত্তর আফ্রিকার দেশ সুদান।
দেশটির আইন ও বিচারবিষয়ক মন্ত্রী নাসরিদিন আবদুল বারি জানিয়েছেন, দেশে সব ধরনের মানবাধিকার লঙ্ঘনকারী আইন বাতিল করা হবে। এখন থেকে সুদানে মেয়েদের খৎনা করার প্রথাও নিষিদ্ধ।
নতুন আইন অনুযায়ী, সন্তানদের সঙ্গে নারীদের ভ্রমণের জন্য পরিবারের পুরুষদের অনুমতির প্রয়োজন নেই। গত বছর গণবিক্ষোভের মুখে দেশটির শাসক ওমর আল বশিরের ক্ষমতাচ্যুত হওয়ার পর ইসলামি শাসন ব্যবস্থার সংস্কারে এমন উদ্যোগ নেয়া হলো।