পটুয়াখালীতে মামলা করে বিপদে গৃহবধু
- এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু, পটুয়াখালী
-
২০২২-০৯-০৬ ১০:২৪:২৬
- Print
পটুয়াখালীতে স্বামী-সন্তানের উপর হামলার ঘটনায় আদালতে মামলা করে বিপাকে পরেছে এক গৃহবধু। মামলার জেরে অভিযুক্তরা নানাভাবে বাদিকে অশ্লীল ভাষায় হুমকী-ধামকী দিয়ে নিজ বসত ভিটা ছারতে প্রভাবিত করছেন বলে অভিযোগ ওই গৃহবধুর। মঙ্গলবার পটুয়াখালী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করে ভুক্তভোগী মোসাঃ রুনু আক্তার। এঘটনায় পুলিশের পক্ষ থেকে অসহযোগীতার অভিযোগ উঠেছে। তবে এসকল অভিযোগ অস্বীকার করে সদর থানার এসআই রতন কুমার হাওলাদার বলেন-মেডিকেল রিপোর্ট পেলে প্রতিবেদন দেব। হতাশ হওয়ার কিছু নেই।
সংবাদ সম্মেলনে গৃহবধু রুনু আক্তারে ছেলে ফেরদৌস লিখিত বক্তব্যে বলেন-গত ৩১ আগষ্ট পৈত্রিক সম্পত্তি বন্টনের কথা বলে তার বাবা মো. ফোরকান হাওলাদারেক ঘরে ডেকে নিয়ে যায় চাচা রফিক হাওলাদার। সেখানে বাকবিতন্ডা হলে হারুন হাওলাদার ও তার স্ত্রী শাহনাজ ও রফিক হাওলাদার ও তার স্ত্রী তামান্না তার বাবাকে মারধোর করে মারাত্মাক জখম করে। হামলার ঘটনায় তার বাবা ফোরকান পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসা নেয়ার পরে মা রুনু আক্তার বাদী হয়ে আদালতে মামলা করেন। মামলার পর থেকে অভিযুক্তরা বাদী ও স্বাক্ষীকে নানা ভাবে হয়ারনী হেনস্তা করছে বলে অভিযোগ করেন তারা। এর পূর্বে তার মা ও ফেরদৌসকে মারধোরের শিকার হয়েছে। অভিযুক্তরা তাদের পৈত্রিক সম্পত্তিকে থেকে বঞ্চিত করতে র্দীঘদিন থেকে নানা ভাবে হয়রানী করে আসছে। এদিকে অভিযোগ অস্বীকার করে রফিক হাওলাদার বলেন ফোরকান আমাকে মারতে এসে নিজেই আহত হয়েছে। আমরা তাকে কিছু বলিনি।