ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দিনাজপুরে আত্রাই নদীতে ডুবে নিখোঁজ হওয়া এক কিশোরের লাশ তিনদিন পর উদ্ধার
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২২-০৯-০৫ ১০:২৬:৩৭
দিনাজপুর সদরের আত্রাই নদীতে ডুবে নিখোঁজ হওয়া এক কিশোরের লাশ তিনদিন পর উদ্ধার করেছে পুলিশ। নিহত কিশোরের নাম নাদিম হোসেন (২০) সে দিনাজপুর সদর উপজেলার দরবার পুর বীরগাঁও ফকির পাড়ার এনামুল হকের ছেলে। আজ সোমবার সকাল দশটার দিকে দিনাজপুর সদরের পাঁচবাড়ী আত্রাই নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। দিনাজপুর কোতোয়ালি থানার পুলিশের উপপরিদর্শক শ্যামল কুমার রায় বলেন, গত ৩রা সেপ্টেম্বর শুক্রবার নাদিম হোসেন তার বাড়ির পাশ দিয়ে প্রবাহিত আত্রাই নদীতে গোসল করার এক পর্যায়ে পানিতে ডুবে যায় । অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে আজ সোমবার ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার ভাটিতে নাদিমের লাশ ভেসে ওঠে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত গোলাম মাওলা শাহ লাশ উদ্ধারের সংবাদ নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী