ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
রূপগঞ্জে বাজারে আগুন মালসহ দোকানপাট পুড়ে ছাই
  • রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
  • ২০২২-০৯-০৪ ০৮:৪৪:২৫
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাজারে থাকা দুটি রেস্টুরেন্ট ও দুটি মুদিমনোহরি দোকান ঘর মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে । এতে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় ঘটে এ অগ্নিকাণ্ডের ঘটনা। প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তরা জানান, উপজেলার গোলাকান্দার ইউনিয়নের শেষপ্রান্তে অবস্থিত দহরগাঁও বাজারটি। ওই বাজারে প্রায় ১০-১২টির মত বিভিন্ন মালামালের দোকান ঘর রয়েছে। সকাল ছয়টার দিকে হঠাৎ করে কালাম মিয়ার মালিকানাধীন রেস্টুরেন্টে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে পুরো দোকান ঘরে আগুন ছড়িয়ে পড়ে । এক পর্যায়ে আগুনের লেলিয়ান শিখা বাড়তে থাকে । পার্শ্ববর্তী মুকুলের রেস্টুরেন্টেও আগুন ধরে যায় । পরে রাকিবুল ও মাহিনের মুদিমনোহরি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আড়াইহাজার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হন। ততক্ষণে বাজারের দুটি রেস্টুরেন্ট ও দুটি মোদি মনোহরি দোকান ঘর মালামাল সহ পুড়ে ছাই হয়ে যায় । এতে ওই দোকান মালিকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের শান্তনা দেন। ইউপি চেয়ারম্যান কামরুল হাসান তুহিন বলেন, সময় মত আগুন নেভাতে না পারলে আগুন আরও ছড়িয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারতো।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী