ঢাকা শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
ভোলায় নারায়নগনঞ্জে যুবদল কর্মী শাওন হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
  • মোঃ জহিরুল হক, ভোলা
  • ২০২২-০৯-০৩ ১২:৪২:১২
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত (১ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জে শোভাযাত্রার পুলিশ-বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে নিহত হন যুবদলের কর্মী শাওন মৃত্যু বরণ করেন। ওই ঘটনার প্রতিবাদ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৩ সেপ্টেম্বর) মহাজনপট্টি ভোলা জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ ও সমাবেশ করেন ভোলা জেলা বিএনপি। জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর সোপান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ, কবির হোসেন, থানা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, পৌর বিএনপির সভাপতি আব্দুর রব, শ্রমিক দলের সাধারণ সম্পাদক তানভীর তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিন, যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন প্রমূখ। এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদারসহ উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। এ সময় নেতা-কর্মীরা নারায়ণগঞ্জে গুলি কেন ? শাওনের রক্ত বৃথা যেতে দেবো নাসহ বিভিন্ন শ্লোগান দিতে থাকে।
হরতালের সমর্থনে ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিল
ঝালকাঠি-১ আসনে প্রার্থীতা ফিরে পেলেন মনির, জমবে ভোটের মাঠ
শাহজাহান  ওমর’র কুশপুত্তলিকা দাহ, ঝালকাঠিতে অবাঞ্ছিত ঘোষণা
সর্বশেষ সংবাদ