৮৭ দিন বন্ধ থাকার পর, গত ২১ জুন চালু হয়, মোবাইল অ্যাপলিকেশন ভিত্তিক রাইড শেয়ারিং সেবা। যদিও এখনো বন্ধ আছে বাইক সার্ভিস।
সেবা দিতে অনুমোদনপত্র বা এনলিস্টমেন্ট সার্টিফিকেটের থাকার কড়াকড়িতে, সেবা দেয়া গাড়ির সংখ্যা এখন হাতে গোনা। এই সার্টিফিকেট পাওয়ার প্রক্রিয়া নিয়ে ক্ষুব্ধ, চালক ও প্রতিষ্ঠানগুলো। গ্রাহকদের সুরক্ষা প্রশ্নে কঠোর থাকার কথা জানিয়েছে বিআরটিএ।