ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
সৌহাদ্যপুর্ন পরিবেশে পাবনা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  • আলমগীর কবীর হৃদয়, পাবনা
  • ২০২২-০৯-০৩ ০৩:৩২:৪৮
সৌর্হাদ্য ও আন্তরিকত পরিবেশে ১৯৬১ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অদ্য শুক্রবার সকাল ১১টায় পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা সাংবাদিদের ঐক্য প্রতিষ্ঠার উপর সুদৃঢ় করার উপর গুরুত্বরোপ করেন। পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে ও সম্পাদক সৈকত আফরোজ আসাদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রণেশ মৈত্র, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, সাবেক সম্পাদক আব্দুল মতীন খান, পাবনা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি আখতারুজ্জামান আখতার, সাবেক সম্পাদক উৎপল মীর্জা, সাবেক সম্পাদক আহমেদ উল হক রানা, সাবেক সম্পাদক আখিনুর ইসলাম রেমন, ক্লাব সদস্য আলহাজ রাজিউর রহমান রুমী, কামাল আহম্মেদ সিদ্দিকী, এমজি বিপ্লব চৌধুরী, এবাদত আলী, এইচকেএম আবু বক্কার ছিদ্দিক, কাজী মাহবুব মোর্শেদ বাবলা, আব্দুল জব্বার, ড. নরেশ মধু, জিকে সাদী, এসএম আলাউদ্দিন, আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান, রফিকুল ইসলাম সুইট, সুশান্ত কুমার সরকার, মাহফুজ আলম, শফি ইসলাম, আবু হাসনা মুহম্মদ আইয়ুব, শাহিন রহমান, আব্দুল কুদ্দুস চাঁদু, শফি ইসলাম, আবুল এহসান এলিচ, কানু সান্যাল, আবুল কালাম আজাদ, ফারুক হোসেন চৌধুরী, এসএম আলম, সৈয়দ আক্তারুজ্জামান রুমী পাপুল, আব্দুল হামিদ খান, আরিফ আহম্মেদ সিদ্দিকী, এসএম মাহবুব আলম, মনিরুজ্জামান শিপন, রিজভী রাইসুল ইসলাম জয়, ফাহিমুল কবির খান শান্ত, ইমরোজ খন্দকার বাপ্পী, পার্থ পবিত্র হাসান, মিজানুর রহমান প্রমুখ। পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মীর্জা আজাদ, সহসভাপতি শহীদুর রহমান শহীদ, সাবেক সভাপতি রুমী খন্দকার, পাবনা প্রেসক্লাবের সহ সম্পাদক আহমেদ হুমায়ুন কবীরন তপু, প্রেসক্লাবের অর্থ সম্পাদক শুশিল তরফদার, কল্যাণ সম্পাদক সারোয়ার উল্লাস, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল, ক্রীড়া সম্পাদক কলিট তালুকদার, দফতর সম্পাদক মো. মোখলেছুর রহমান বিপ্লব, নির্বাহী সদস্য ইয়াসিন আলী মৃধা রতন, কৃষ্ণ ভৌমিক, জহুরুল ইসলাম, আ ক ম মোস্তাফিজুর রহমান চন্দন, আব্দুর রশিদ, মোসতাফা সতেজ এ সময় উপস্থিত ছিলেন। সভার শুরুতে প্রয়াত সদস্যদের স্মরণে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়। সভার শুরুতে ক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসা শোক প্রস্তাব পাঠ করেন। এ ছাড়া ক্লাব সম্পাদক সৈকত আফরোজ দ্বি-বার্ষিক প্রতিবেদন, অর্থ সম্পাদক শুশিল তরফদার দ্বি-বার্ষিক আয়ব্যায়ের প্রতিবেদন, কল্যাণ সম্পাদক সরোয়ার উল্লাস দ্বি-বার্ষিক প্রতিবেদন কল্যাণ বিষয়ক প্রতিবেদন পেশ করেন। এ সব বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতক্রমে সে সব প্রতিবেদন অনুমোদিত হয়। এ ছাড়া আগামী ৬ মাসের মধ্যে পাবনা প্রেসক্লাবের গঠনতন্ত্র সংশোধণীর জন্য বিশেষ সাধারণ সভা করার সিদ্ধান্ত নেওয়ো হয়।
মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন
গাজীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভাপতি টিটু ও সম্পাদক রিপন
পলাশ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন