ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
দিনাজপুর বিরলে অবৈধভাবে সার মজুদ রাখার অভিযোগে এক লক্ষ টাকা অর্থ জরিমানা
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২২-০৯-০১ ০৯:৪৭:১১
দিনাজপুর বিরলের অবৈধভাবে রাসায়নিক সার মজুদ রাখা ও বেশি দামে বিক্রির অভিযোগে ভাই ভাই ট্রেডার্স প্রোপাইডার শহিদুল ইসলামকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় জব্দকৃত সার গুদাম ঘরে সিলগালা করে রাখা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার আজিমপুর ইউনিয়নের চৌরঙ্গী বাজারের মেসার্স ভাই ভাই ট্রেডার্স এর গুদাম ঘরে অভিযান চালিয়ে ইউরিয়া, পটাশ ফসফেট এবং জীব সারের সন্ধান পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জব্দকৃত সারের গোডাউন ঘরে সিলগালা করে রাখে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সরকারি পরিচালক মমতাজ বেগম রুমি। জব্দকৃত সারের মধ্যে রয়েছে ডিএপি ৪০ বস্তা, এএসপি ৪২১ বস্তা, এমওপি ১৪৬ বস্তা, ও ইউরিয়া ১১৪ বস্তা । ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালক মমতাজ বেগম জানান গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার বিরল উপজেলার আজিমপুর ইউনিয়নের চৌরঙ্গী বাজারের শহিদুল ইসলামের গুদাম ঘরে অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রকার রাসায়নিক সার জব্দ করা হয়। তিনি আরো বলেন এই জব্দকৃত সার রাসায়নিক সার গোডাউন করে সংরক্ষণ করে কৃত্রিম সারের সংকট তৈরি করে এবং বেশি দামে বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া যায়। এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদেও শহিদুল ইসলাম সার সংকট তৈরি করে উচ্চমূল্যে সার বিক্রি করে মুনাফা অর্জন করার কথা স্বীকার করেছেন। এজন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ৪০ ও ৪৫ ধারায় এক লক্ষ টাকা অর্থ জরিমানা ও আদায় করা হয়েছে। এ সময় বিরল উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম ও থানা পুলিশ সহযোগিতা করেন সহযোগিতা করেন।
দিনাজপুরে জমকালো আয়োজনে আইইবি’র ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী
আগামীকাল দিনাজপুরের তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ
দিনাজপুরে শুরু হয়েছে, ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪
সর্বশেষ সংবাদ