ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
দুর্গাপুরে ওএমএস কার্যক্রমের শুভ উদ্বোধন প্রতিদিন চাল পাবে ১৮০০ জন হতদরিদ্র
  • দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
  • ২০২২-০৯-০১ ০৪:৩০:৩৭
'শেখ হাসিনার বাংলাদেশ খুদা হবে নিরুদ্দেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় রাজশাহীর দুর্গাপুরে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ও এম এস কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে দুর্গাপুর পৌর এলাকার সিংগা বাজার বাসস্ট্যান্ড এলাকায় ওএমএস কার্যক্রম শুভ উদ্বোধন করেন দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা, স্থানীয় সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য প্রভাষক আমিনুল হক টুলু। দুর্গাপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা সোহেল রানা জানান, দুর্গাপুর পৌর এলাকায় একযোগে সিংগাবাজার, থানা মোড় ও বদির মোড় তিনটি পয়েন্টে তিনটি ডিলার মাধ্যমে প্রতিদিন ৯ টন করে চাল ১৮০০ জন হতদরিদ্রদের মাঝে প্রতি ৫ কেজি করে ৩০ টাকা দরে সূলভ মূল্যে জনগণের মাধ্যমে বিক্রি করা শুরু হয়েছে। শুক্রবার ও শনিবার বাদে সপ্তাহে ৫ দিন চাল উন্মুক্তভাবে বিক্রি করা হবে।
পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত