ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
আখাউড়ায় সবজিতে ফিরছে স্বস্তি
  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২২-০৮-৩০ ১২:৩৯:৩৯

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সর্বত্র হাট বাজারে সবজির দাম কমতে শুরু করেছে। গত ১ সপ্তাহের ব্যবধানে শিম, ,টমেটো, আলো, করলা, বাঁধাকপি, ফুলকপিসহ একাধিক সবজি কেজি প্রতি ১০ থেকে ৩০ টাকা কমেছে। পাশাপাশি ঝাঁঝ কমেছে কাঁচা মরিচেরও। ২৫০ টাকা কেজিতে বিক্রি হওয়া কাঁচা মরিচ বর্তমানে বিক্রি হচ্ছে ৫০ টাকায়। কাঁচা মরিচসহ অন্যান্য সবজির দাম কমে আসায় সাধারণ ক্রেতাদের মাঝে এক প্রকার স্বস্তি ফিরেছে। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছে, তুলনামূলক ভাবে বাজারে সকল প্রকারের সবজির সরবরাহ কয়েকগুন অন্যান্য সময়ের চাইতে অনেক বৃদ্ধি পেয়েছে। তাই দামও কমতে শুরু করেছে। এ অবস্থা অব্যাহত থাকলে সবজির দাম আরো কমে আসবে বলে তারা জানায় ।

এদিকে পৌর শহরের সড়ক বাজার গিয়ে দেখা যায় প্রতি কেজি শিম ৭০-৭৫, বাঁধকপি ৩৫-৪০, ফুলকপি ৩৫-৪০, করলা ৫০-৫৫, টমেটো ৬০-৭০, বেগুন ৩০-৩৫, গাজর ৮০-৯০, পেপে ২০-২৫, মুলা ৩৫-৪০, আলো ১৮, কাঁচা মরিচ ৫০-৬০, ধনিয়া পাতা ১৫০-১৬০, পটল ৩০-৩৫, কইডা ৩০-৩৫,বরবটি ৫০-৫৫,মুখি ৪০-৪৫,কাকরোল ৪০-৪৫, জিংগা ৪৫-৫০,মিষ্টি কুমড়া ৭০-৭৫, টাকা বিক্রি হচ্ছে। লাউ প্রতি পিচ ৫০-৭০, কলা প্রতি হালি ২৫-৩০ বিক্রি হচ্ছে। তাছাড়া বাজারে মসলা, পেঁয়াজসহ অন্যান্য পণ্য এক প্রকার স্থিতিশিল রয়েছে। অপরদিকে মাছের দাম ও বেশ কমেছে। রুই ১৮০-২৫০, কাতল ২৫০-৩৫০, তেলাপিয়া ৯০-১০০, কার্প ১৫০-২৫০, পুটি ১৫০-১৭০, টেংরা ৪০০-৪৫০ বোয়াল ৪৫০-৫০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

বাজার করতে আসা পৌর শহরের রাধানগর এলাকার মো. আশরাফুল ইসলাম বলেন, গত কয়েকদিনের তুলনায় এখন বাজারে সব ধরনের সবজি তুলনামুলক ভাবে দাম অনেক কমেছে। বিশেষ করে কাঁচা মরিচের দাম ২শ টাকা কমেছে। সবজির দাম কমতে শুরু করায় এখন টাটকা সবজি ক্রয় করা যাচ্ছে।

কলেজপাড়া মহসিন মিয়া বলেন বলেন, বেশ কিছ ুদিন ধরে বাজারে সবজির দাম অনেক বেশী ছিল। যেখানে এক কেজি কেনা হতো দাম বৃদ্ধি থাকায় ৫০০ গ্রাম কেনা হয়েছে। দুএকটির বেশী কেনা যেতো না। সবজির দাম কমতে শুরু করায় দৈনিক কয়েক জাতের সবজি কেনা যাচ্ছে।

মো. কালাম মিয়া বলেন, আগে যেখানে এক কেজি করলা ৮০-৯০ টাকা দিয়ে কেনা হতো এখন ওই টাকার মধ্যে আলো, বেগুন, পেপে কেনা যায়। সবজির দাম কমায় আমাদের মতো নিম্ন আয়ের লোকজন নিয়মিত এখন টাটকা সবজি ক্রয় করছেন।

গৃহিনী লিমা আক্তার বলেন, অনেক দিন ধরে কাঁচা মরিচ কেনা বাদ দেওয়া হয়েছে। দাম কমায় এখন নিয়মিত ক্রয় করছেন। তিনি আরো বলেন সবজির দাম বেড়ে যাওয়ায় কম করেও দু,একটির বেশী কেনা হতো না । এখন দাম কমতে শুরু করায় চাহিদানুযায়ী সবজি ক্রয় করা যাচ্ছে।

রিকশা চালক মো: মফিজ মিয়া বলেন, সারা দিনে যে টাকা আয় করা হয় চাল কিনলে অন্য কিছু কেনা যায় না। আমাদের মতো গরিবদের চলা খুবই কঠিন হয়ে পড়েছে। তবে এখন সবজির দাম কমতে থাকায় কিছুটা স্বস্তি ফিরেছে বলে জানায়।

সড়ক বাজার সবজি ব্যবসায়ী বাদল বণিক বলেন, তুলনামূলকভাবে বাজারে সবজি সরবরাহ বেশ বৃদ্ধি পেয়েছে। তাই দামও কমতে শুরু করেছে । তিনি আরো বলেন বাজারে সবজি সরবরাহ যত বৃদ্ধি পাবে দাম ও তত কমে আসবে।

 

বঙ্গবন্ধু জন্মেছিল বলেই জন্মেছে এ দেশ -হুইপ ইকবালুর রহিম এমপি
অপ্রতিরোধ্য বাজার সিন্ডিকেট: মজুতের শাস্তি আটকে আছে বিধিতে
ডাইফ সেবা সপ্তাহ শুরু আজ
সর্বশেষ সংবাদ