ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
ফরিদপুরে গালর্স ক্রাউড এগেইনস্ট সাইবার ক্রাইম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
  • ফরিদপুর প্রতিনিধিঃ
  • ২০২২-০৮-৩০ ১০:৩৬:৫১
পুরো বিশ্বে মোট জনসংখ্যার ৫১ শতাংশ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে আর তার মধ্যে ৬০ শতাংশই কোনো না কোনো ভাবে সাইবার বুলিং এর স্বীকার হচ্ছে। এর মধ্যে ৭৬ শতাংশই নারী। জেলা প্রশাসন,ফরিদপুর এর সহযোগিতায় নন্দিতা সুরক্ষা সংগঠন এর একটি ভিন্নমাত্রার আয়োজন 'গার্লস ক্রাউড এগেইন্সট সাইবার ক্রাইম'। ফরিদপুর জেলার ১০ টি শিক্ষা প্রতিষ্ঠান এর ৪০ জন শিক্ষার্থীদের নিয়ে সাইবার জগতে সচেতনতা বাড়াতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা ও সেমিনার এর আয়োজন করা হয়। সেমিনারের স্পিকার হিসেবে ছিলেন কল্যাণ চক্রবর্তী ফেলো, ডি.এল.এ পাইপার ইউকে এল এল পি মানবাধিকার এবং ব্যবসা আইন কলামিস্ট। আয়োজনের প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, এ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, সমকাল এর নিজেস্ব প্রতিবেদক হাসানুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাহিয়াতুল জান্নাত রেমি, সভাপতি ও প্রতিষ্ঠাতা নন্দিতা সুরক্ষা। সেমিনারে অংশগ্রহণকারীদের সাথে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে সাইবার ক্রাইম নিয়ে আলোচনার পাশাপাশি অনেক কিশোরী তাদের ব্যক্তিজীবনের বুলিং এর অভিজ্ঞতা শেয়ার করে। এই সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরক পরবর্তীতে নিজ নিজ স্কুলের সহপাঠীদের মাঝে সচেতনতা গড়ে তুলতে কাজ করবে বলে আশা রাখছেন আয়োজকরা।
দিনাজপুরে জমকালো আয়োজনে আইইবি’র ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী
আগামীকাল দিনাজপুরের তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ
দিনাজপুরে শুরু হয়েছে, ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪
সর্বশেষ সংবাদ