ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
দিনাজপুরের শুল্কমুক্ত চাল আমদানি ঘোষণার পর থেকেই চালের বাজার কমতে শুরু করেছে
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২২-০৮-৩০ ০৭:১৭:৪৮
দিনাজপুরে সরকার ঘোষিত চাল আমদানিতে শুল্ক প্রত্যাহারের সংবাদ শোনার পর থেকেই চালের বাজার কমতে শুরু করেছে। বাজারে আমদানিকৃত চাল আসতে দু একদিন পর বাজারে আসবে এমন সংবাদ এর ভীতিতেই মিলারা চালের দাম কমিয়ে দিয়েছে বলে ব্যবসায়ীদের অভিমত। চলতি সপ্তাহের শুরু থেকেই দিনাজপুরের বিভিন্ন চালের বাজার কেজি প্রতি এক থেকে দুই টাকা পর্যন্ত কমে এসেছে। আমদানিকৃত শুল্কমুক্ত চাল বাজারে আসলে আরো চালের দাম কমে যেতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। চাল বাজার ঘুরে দেখা গেছে প্রতিটি দোকান গড়ে পর্যাপ্ত চালের মজুদ রয়েছে তবে ক্রেতার উপস্থিতি অনেকটাই কম বলে ব্যবসায়ীরা অভিমত ব্যক্ত করেন। দিনাজপুর চাল ব্যবসায়ী সমিতির সভাপতি আজগর আলী বলেন বাজারে এখনো পর্যাপ্ত চাল রয়েছে তবে সরকার যেভাবে মনিটরিং করছে কত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে কেজি প্রতি ১ থেকে ২ টাকা করে চালের দাম কমে গিয়েছে এছাড়াও সরকার বিডি এবং খাদ্য বান্ধব কর্মসূচি চালু থাকার কারণে বাজারে কেমন ক্রেতা সাধারণের উপস্থিতি কম রয়েছে এ কারণেও চালের দাম কমতে শুরু করেছে। চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলালুদ্দিন বেপারী বলেন, শুল্ক ও প্রত্যাহার ঘোষণার পর থেকেই মিল মালিকরাও চালের দাম কমিয়ে ধরছেন ফলে আমরাও কেজি প্রতি ১ থেকে ২ টাকা কমে গিয়েছে ভারত থেকে আমদানিকৃত চাল বাজারে আসলে চালের দাম আরো কমে যাবে বলে আমরা আমি মনে করছি।
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ১ যুবক নিহত
দিনাজপুরের ফুলবাড়ীতে পিক-আপ ভ্যানের ধাক্কায়  চার্জার ভ্যানের এক যাত্রি নিহত: আহত ৩
সিরাজগঞ্জ ৩টি উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা
সর্বশেষ সংবাদ