ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দুই কিলোমিটার ব্যাপী প্রতিবাদ মিছিল
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২২-০৮-২৯ ১৩:৪৩:১১
জ্বালানি তেলের দাম বৃদ্ধি, পরিবহন ভাড়া মূল্য বৃদ্ধি, বিদ্যুতের লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৯ আগস্ট বেলা ১২টার দিকে নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে আলেয়াবাদ বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় দুই কিলোমিটার লম্বা মিছিল অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৫ হাজার বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশ গ্রহণ। এসময় পৌর এলাকায় অনেকটা স্তব্ধ হয়ে যায়। সড়কের দুইপাশে বিশাল যনযটের সৃষ্টি হয়। পরে আলেয়াবাদ বাসস্ট্যান্ড মাঠে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাজি ফোরকানুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের প্রার্থী কাজি নাজমুল হোসেন তাপস। এছাড়াও বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, জেলা ছাত্রদলের আহবায়ক ফুজায়েল চৌধুরী, সদস্য সচিব মহসিন মিয়া ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মাইনুদ্দিন মাইন্য, ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক আনিসুর রহমান মঞ্জু প্রমুখ। এসময় বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণয মানুষ আজ দিশাহারা। সরকার সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে। ১০টাকা কেজি চাল খাওয়াবে বলে এখন ৭০টাকা কেজি চাল কিনতে হচ্ছে। বিদ্যুৎ নিয়ে প্রহসন চালানো হচ্ছে। ঘন্টায় ঘন্টায় লোডশেডিং দিয়ে মানুষকে অতিষ্ঠ করে তুলছে। বক্তারা নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে বলেন, এখন আর ঢাকায় বসে থেকে রাজনীতি করার দিন এখন নয়, রাজপথে থেকে রাজনীতি করতে হবে। নেতাকর্মীদের অনুপ্রেরণা জুগাতে হবে। আগামী দিনে দলীয় আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের রাজপথে থেকে বলিষ্ঠ ভূমিকা রাখার আহবান জানানো হয়।
দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ