ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থান থেকে শিক্ষার্থীসহ ২ জনের মরদেহ উদ্ধার
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২২-০৮-২৮ ১২:৪০:০৫
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থান থেকে এক শিক্ষার্থীসহ ২ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার দুপুরে জেলা শহরের অন্নদা স্কুলের বোর্ডিং মাঠ সংলগ্ন পুকুর থেকে এসএসসি পরীক্ষার্থী আশিকা জাহান শিপার মরদেহ উদ্ধার করা হয়। শিপা সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের শাহীনুর ইসলামের মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে স্থানীয়রা গোসল করার সময় মরদেহটি পুকুরে ভেসে উঠতে দেখে। এ সময় তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহত শিক্ষার্থীর প্রাইভেট টিচার মোঃ বায়েজিদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এছাড়াও সরাইল উপজেলার পুকুর থেকে আমিন মিয়া (৩০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের চাকসার গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সেই ওই গ্রামের মৃত হাবিব উল্লাহ্ ছেলে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোঃ শাহীন জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে চেষ্টা চলমান রয়েছে।
দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ