ঢাকা বুধবার, মে ১, ২০২৪
নরসিংদী মনোহরদীতে পুলিশ -বিএনপি সংঘর্ষ, আহত ৩৫
  • হাজী জাহিদ, নরসিংদী
  • ২০২২-০৮-২৮ ১২:৩৮:১৭
বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশসহ প্রায় ৩৫ জন আহত হয়েছেন। রোববার জেলার মনোহরদী উপজেলার হাফিজপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে আহতদের পরিচয় জানা যায়নি। খুন, গুম ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিসহ ভোলায় স্বেচ্ছাসেবক নেতা আব্দুর রহিম ও জেলা ছাত্রদল সভাপতি নূরে আলমের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে বিএনপি। পূর্বঘোষিত স্থান উপজেলার মনোহরদী হাফিজপুর স্কুল মাঠে সমাবেশ করার কথা ছিল। সভায় যোগ দিতে একটি মিছিল পৌর এলাকায় হেতেমদী মোড়ে আসলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশসহ ৩৫ জন আহত হয়। বিএনপির নেতাকর্মীরা জানান, এ ঘটনায় আমাদের দলের অনেক নেতাকর্মী আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, একই এলাকায় আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি,কর্মসূচির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বিএনপিকে মিছিল নিয়ে সড়কে যেতে অনুরোধ জানানো হয়। পরে তারা অনুরোধ না রেখে ইটপাটকেল ছুড়তে থাকে। এ সময় বাধ্য হয়ে পুলিশ রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
শেখ হাসিনার উদ্যোগে দেশীয় পণ্য বিশ্বব্যাপী সমাদৃত: আমির হোসেন আমু
হরতালের সমর্থনে ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিল
ঝালকাঠি-১ আসনে প্রার্থীতা ফিরে পেলেন মনির, জমবে ভোটের মাঠ
সর্বশেষ সংবাদ